এখানে আপনাদের জন্য “সৈকতেঃ ঐ দেখা যায় মসজিদে নববী” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
সৈকতেঃ ঐ দেখা যায় মসজিদে নববী - ইসলামী সঙ্গীত লিরিক্স
নাতে রাসুল (সা.)
ঐ দেখা যায় মসজিদে নববী
ঐ দেখা যায় মদিনারই পথ
ভাঙ্গা ঘর দেখ ঐ মা আমেনার
যেথা জন্মেছিলেন প্রিয় হযরত্।
বদর ওহুদ আর তাবুকের প্রান্তর
আয় আয় বলে আজো ডাকে নিরন্তর
তায়েফের মাঠঘাট কাঁপে থরোথর
খন্দক বুকে যেন জাগায় হিম্মত।
সওর গুহা মুখে সে মাকড়সা জাল
ইতিহাস হয়ে যে আছে চিরকাল
শিবে আবু তালিব প্রোজ্জ্বল চেতনায়
বারবার নিতে বলে নতুন শপথ।
প্রিয় নবির যতো জীবনকাহিনী
তারই সাথে একাকার ঐশীবাণী
বিশ্বাসী চিরদিন ঐ উম্মীনবি
পৃথিবীর জন্যে যে বড় রহমত।
কথা: আবু তাহের বেলাল
সুর: মশিউর রহমান
ঐ দেখা যায় মসজিদে নববী
ঐ দেখা যায় মদিনারই পথ
ভাঙ্গা ঘর দেখ ঐ মা আমেনার
যেথা জন্মেছিলেন প্রিয় হযরত্।
বদর ওহুদ আর তাবুকের প্রান্তর
আয় আয় বলে আজো ডাকে নিরন্তর
তায়েফের মাঠঘাট কাঁপে থরোথর
খন্দক বুকে যেন জাগায় হিম্মত।
সওর গুহা মুখে সে মাকড়সা জাল
ইতিহাস হয়ে যে আছে চিরকাল
শিবে আবু তালিব প্রোজ্জ্বল চেতনায়
বারবার নিতে বলে নতুন শপথ।
প্রিয় নবির যতো জীবনকাহিনী
তারই সাথে একাকার ঐশীবাণী
বিশ্বাসী চিরদিন ঐ উম্মীনবি
পৃথিবীর জন্যে যে বড় রহমত।
কথা: আবু তাহের বেলাল
সুর: মশিউর রহমান
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স