এখানে আপনাদের জন্য “এল জুমার দিন যে ফিরে” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
এল জুমার দিন যে ফিরে - ইসলামী সঙ্গীত লিরিক্স
এল জুমার দিন যে ফিরে
এল জুমার দিন!
এ দিন আসে জাগিয়ে দিতে
সত্য পথের চিন।।
পাপে ভোগে যখন মানুষ,
পাপের নেশায় হারায় সে হুঁশ,
এ দিন ফিরে আসে তখন
শুভ অমলিন।।
সত্য, সঠিক অন্থা চিনে
মোমিন জাগে ফের এ দিনে,
খোদার প্রেমের ইবাদতে
হয় সে তখন লীন।।
পায় যে মোমিন পথ খুঁজে তার
দুই জাহানের সফলতার,
বিশ্বাসীদের জামাতে যার
চিত্ত সুরঙ্গিন।
এল জুমার দিন!
এ দিন আসে জাগিয়ে দিতে
সত্য পথের চিন।।
পাপে ভোগে যখন মানুষ,
পাপের নেশায় হারায় সে হুঁশ,
এ দিন ফিরে আসে তখন
শুভ অমলিন।।
সত্য, সঠিক অন্থা চিনে
মোমিন জাগে ফের এ দিনে,
খোদার প্রেমের ইবাদতে
হয় সে তখন লীন।।
পায় যে মোমিন পথ খুঁজে তার
দুই জাহানের সফলতার,
বিশ্বাসীদের জামাতে যার
চিত্ত সুরঙ্গিন।
-ফররুখ আহমেদ-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স