এখানে আপনাদের জন্য “রাত নিঝুম অন্ধকার চারিধার” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
রাত নিঝুম অন্ধকার চারিধার - ইসলামী সঙ্গীত লিরিক্স
রাত নিঝুম অন্ধকার চারিধার ॥
জেগে আছি আমি
জেগে আছে দুরের ঐ পাহাড় ॥
জেগে আছে চাঁদের আলো কত শত রাতজাগা পাখি,
জেগে আছে শাখে শাখে ফুল-কলি রঙ্গিন স্বপ্ন পাখি ॥
জেগে আছে ঐ নদী জেগে আছে ঐ সাগর
জেগে আছে শান্ত সরোবর।
জেগে আছে আকাশে কোটি কোটি গ্রহতারা,
গান গেয়ে যায় তারা তোমারি নামে হয়ে পাগলপারা ॥
শুধু আমি এই পাপী ডাকতে পারিনা তোমায়
ক্ষমা কর ওহে পরোয়ার।
কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন
জেগে আছি আমি
জেগে আছে দুরের ঐ পাহাড় ॥
জেগে আছে চাঁদের আলো কত শত রাতজাগা পাখি,
জেগে আছে শাখে শাখে ফুল-কলি রঙ্গিন স্বপ্ন পাখি ॥
জেগে আছে ঐ নদী জেগে আছে ঐ সাগর
জেগে আছে শান্ত সরোবর।
জেগে আছে আকাশে কোটি কোটি গ্রহতারা,
গান গেয়ে যায় তারা তোমারি নামে হয়ে পাগলপারা ॥
শুধু আমি এই পাপী ডাকতে পারিনা তোমায়
ক্ষমা কর ওহে পরোয়ার।
কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স