এখানে আপনাদের জন্য “ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ মোহাম্মদ তাঁর নাম” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ মোহাম্মদ তাঁর নাম - ইসলামী সঙ্গীত লিরিক্স
মোহাম্মদ তাঁর নাম
সবার সেরা সৃষ্টি যে জন
মোহাম্মদ তাঁর নাম
তামাম আলম দরুদ পড়ে
ছাল্লে আলা ওসাল্লাম।
মরুর বক্ষ ঝর্ণাধারার
ভরিয়ে দিল কে সে কে
আঁধার ধরায় আলোর নদী
ছড়িয়ে দিল কে সে কে
মানবতার গান গেয়ে কে জুড়িয়ে গেল প্রান
মোহাম্মদ তাঁর নাম।।
জীর্ণ প্রানের আবর্জনা
জ্বালিয়ে গেল কে সে কে
প্রান দিয়ে সব প্রানগুলোকে
ভুলিয়ে গেল কে সে কে
বিলালো কে প্রানে প্রানে তৌহিদ ভরা জাম
মোহাম্মদ তাঁর নাম।।
এতিম দুখী বাসলো ভালো
চোখ মুছালো কে সে কে
আমীর গরীব নেই ভেদাভেদ
গাইল বল কে সে কে
জয় করিল বিশ্বকে কে দিয়ে প্রানের দাম
মোহাম্মদ তাঁর নাম।।
সব মানুষের সব অধিকার
বুঝিয়ে দিল কে সে কে
আমির গরীব নেই ভেদাভেদ
গাইলো বলো কে সে কে
পথের মানুষ কোথায় গিয়ে পেল নিবিড় ধাম
মোহাম্মদ তাঁর নাম।।
সবার সেরা সৃষ্টি যে জন
মোহাম্মদ তাঁর নাম
তামাম আলম দরুদ পড়ে
ছাল্লে আলা ওসাল্লাম।
মরুর বক্ষ ঝর্ণাধারার
ভরিয়ে দিল কে সে কে
আঁধার ধরায় আলোর নদী
ছড়িয়ে দিল কে সে কে
মানবতার গান গেয়ে কে জুড়িয়ে গেল প্রান
মোহাম্মদ তাঁর নাম।।
জীর্ণ প্রানের আবর্জনা
জ্বালিয়ে গেল কে সে কে
প্রান দিয়ে সব প্রানগুলোকে
ভুলিয়ে গেল কে সে কে
বিলালো কে প্রানে প্রানে তৌহিদ ভরা জাম
মোহাম্মদ তাঁর নাম।।
এতিম দুখী বাসলো ভালো
চোখ মুছালো কে সে কে
আমীর গরীব নেই ভেদাভেদ
গাইল বল কে সে কে
জয় করিল বিশ্বকে কে দিয়ে প্রানের দাম
মোহাম্মদ তাঁর নাম।।
সব মানুষের সব অধিকার
বুঝিয়ে দিল কে সে কে
আমির গরীব নেই ভেদাভেদ
গাইলো বলো কে সে কে
পথের মানুষ কোথায় গিয়ে পেল নিবিড় ধাম
মোহাম্মদ তাঁর নাম।।
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স