এখানে আপনাদের জন্য “যদি সাগরের জলকে কালি করি” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
যদি সাগরের জলকে কালি করি - ইসলামী সঙ্গীত লিরিক্স
যদি সাগরের জলকে কালি করি
আর গাছের পাতাকে করি খাতা
আর একে একে লিখে যাই মহিমা তোমার
তবুও রইবেনা একটিও পাতা।
তুমি মাঠ ভরে দিলে ফসলেরও সম্ভার
সঘন বরষা দিলে প্রেম প্রীতি মায়া মমতা
আর একে একে লিখে যাই মহিমা তোমার
তবু রইবেনা একটিও পাতা।
যামন দিয়েছ আলো তেমনি বাতাস
অন্তরে দিলে জ্ঞান আকাশ আকাশ
তুমি শেষ নবী দিলে আমাদেরও জন্য
যেন পথ ভুলে না হই পাপীদের মাঝে গন্য
ভালবেসে দিলে পাক-কোরানের বারতা
আর একে একে লিখে যাই মহিমা তোমার
তবু রইবেনা একটিও পাতা।
-রেজাউল করীম-
আর গাছের পাতাকে করি খাতা
আর একে একে লিখে যাই মহিমা তোমার
তবুও রইবেনা একটিও পাতা।
তুমি মাঠ ভরে দিলে ফসলেরও সম্ভার
সঘন বরষা দিলে প্রেম প্রীতি মায়া মমতা
আর একে একে লিখে যাই মহিমা তোমার
তবু রইবেনা একটিও পাতা।
যামন দিয়েছ আলো তেমনি বাতাস
অন্তরে দিলে জ্ঞান আকাশ আকাশ
তুমি শেষ নবী দিলে আমাদেরও জন্য
যেন পথ ভুলে না হই পাপীদের মাঝে গন্য
ভালবেসে দিলে পাক-কোরানের বারতা
আর একে একে লিখে যাই মহিমা তোমার
তবু রইবেনা একটিও পাতা।
-রেজাউল করীম-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স