পৌরনীতি ও নাগরিকতা বিষয়ক প্রশ্ন ও উত্তর- বিস্তারিত

পৌরনীতি ও নাগরিকতা বিষয়ক প্রশ্ন ও উত্তর:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা পৌরনীতি ও নাগরিকতা বিষয়ক প্রশ্ন ও উত্তর বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

পৌরনীতি ও নাগরিকতা বিষয়ক প্রশ্ন ও উত্তর

পৌরনীতি ও নাগরিকতা বিষয়ক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১। শাসন বিভাগের অপর নাম কী?

উত্তরঃ শাসন বিভাগের অপর নাম নির্বাহী বিভাগ।


প্রশ্ন-২। মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?

উত্তরঃ মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হলেন সচিব।


প্রশ্ন-৩। রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা কী?

উত্তরঃ ‘সার্বভৌমত্ব’ রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা।


প্রশ্ন-৪। কাঠামো ভিত্তিক পরিবার কত প্রকার?

উত্তরঃ কাঠামো ভিত্তিক পরিবার দুই প্রকার।


প্রশ্ন-৫। সমাজ কাকে বলে?

উত্তরঃ একদল লোক যখন সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করে, তখন তাকে সমাজ বলে।


প্রশ্ন-৬। ‘সিভিস’ শব্দের অর্থ কী?

উত্তরঃ সিভিস শব্দের অর্থ নাগরিক।


প্রশ্ন-৭। পারিবারিক কাঠামো অনুযায়ী পরিবার দুই প্রকার?

উত্তরঃ পারিবারিক কাঠামো অনুযায়ী পরিবার কত প্রকার।


প্রশ্ন-৮। বাংলাদেশের সরকার প্রধান কে?

উত্তরঃ প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকার প্রধান।


প্রশ্ন-৯। যুদ্ধকালীন সময়ে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে?

উত্তরঃ যুদ্ধকালীন সময়ে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল।


প্রশ্ন-১০। দার্শনিক জ্যাঁ জ্যাক রুশো রাষ্ট্র সৃষ্টির কোন মতবাদের প্রবর্তক ছিলেন?

উত্তরঃ দার্শনিক জ্যাঁ জ্যাক রুশো রাষ্ট্র সৃষ্টির সামাজিক চুক্তি মতবাদের প্রবর্তক ছিলেন।


প্রশ্ন-১১। গারোদের মধ্যে কোন ধরনের পারিবারিক কাঠামো দেখা যায়?

উত্তরঃ গারোদের মধ্যে মাতৃতান্ত্রিক পারিবারিক কাঠামো দেখা যায়।


প্রশ্ন-১২। নাগরিকতা কী?

উত্তরঃ নাগরিকতা হলো রাষ্ট্রপ্রদত্ত নাগরিকের মর্যাদা।


প্রশ্ন-১৩। ঝুলন্ত পার্লামেন্ট কী?
উত্তরঃ যদি কোনো দেশের নির্বাচনে কোনো দলই একক সংখ্যা গরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়, তখন দুই বা ততোধিক দল মিলে কোয়ালিশন সরকার গঠন করে এবং পার্লামেন্ট যে কোনো মুহূর্তে ভেঙ্গে যেতে পারে। এ ধরনের পার্লামেন্টকে ঝুলন্ত পার্লামেন্ট বলে।

প্রশ্ন-১৪। ছয় দফা কর্মসূচি কি?
উত্তরঃ ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি পশ্চিম পাকিস্তানের লাহোরে বিরোধী দলের এক কনভেনশনে আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিদের অধিকার সম্পর্কিত ৬টি দাবি তুলে ধরেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক উত্থাপিত এই ৬ দফা দাবিই হলো ঐতিহাসিক ৬ দফা কর্মসূচি।

প্রশ্ন-১৫। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কী?
উত্তরঃ রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হচ্ছে ক্ষমতায় গিয়ে দলের নীতি ও আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা এবং নির্বাচনি কর্মসূচি বাস্তবায়ন করা। রাজনৈতিক দল একটি আদর্শ বা কিছু নীতি বা কর্মসূচির ভিত্তিতে রাষ্ট্রীয় সমস্যা সমাধানে সংগঠিত হয়।


নির্বাচন বলতে কী বোঝায়?

উত্তরঃ নির্বাচন বলতে জনপ্রতিনিধি বাছাইয়ের পদ্ধতিকে বোঝায়। স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ভোটাধিকার প্রাপ্ত সকল নাগরিক ভোট দিয়ে প্রতিনিধি বাছাই করে। প্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়াকে নির্বাচন বলে। সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক শাসন পদ্ধতির অন্যতম শর্ত।


পরোক্ষ নির্বাচন বলতে কী বোঝায়?

উত্তরঃ পরোক্ষ নির্বাচন বলতে সাধারণত ঐ নির্বাচন পদ্ধতিকে বোঝায় যেখানে ভোটারগণ ভোট দিয়ে সরাসরি প্রতিনিধি নির্বাচন করে একটি মধ্যবর্তী নির্বাচনি সংস্থা তৈরি করে, যা ইলেক্টরাল কলেজ বা নির্বাচকমণ্ডলী নামে পরিচিত। আর সেই নির্বাচনি সংস্থা চূড়ান্তভাবে প্রতিনিধি বা রাষ্ট্রপ্রধান নির্বাচন করে। যেমন- আমেরিকা যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি এ পদ্ধতিতে নির্বাচিত হন।


ইভিএম (EVM) কাকে বলে?

উত্তরঃ ইলেকট্রনিক ভোটিং মেশিন (Electronic Voting Machine)-কে সংক্ষেপে ইভিএম বলে। এর সাহায্যে খুব দ্রুত ভোট দেওয়া ও ফলাফল জানা যায়।

কল্যাণমূলক রাষ্ট্র কাকে বলে?

উত্তরঃ যে রাষ্ট্র জনগণের দৈনন্দিন ন্যূনতম চাহিদা পূরণের জন্যে কাজ করে তাকে কল্যাণমূলক রাষ্ট্র বলে। এ ধরনের রাষ্ট্র জনগণের মৌলিক চাহিদা পূরণের জন্যে কর্মের সুযোগ সৃষ্টি করে, বেকার ভাতা প্রদান করে, বিনা খরচে শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করে।


দ্বি-জাতি তত্ত্ব বলতে কী বোঝায়?

উত্তরঃ দ্বি-জাতি বলতে দুটি জাতিকে বোঝায়। তৎকালীন ভারতীয় উপমহাদেশে ভারতীয় জাতীয় কংগ্রেস মুসলিম লীগের প্রতি বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করে। কংগ্রেসের এই বৈষম্যমূলক আচরণের প্রেক্ষিতে মুসলিম লীগ সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ যে তত্ত্ব প্রদান করেন তাকেই দ্বিজাতি তত্ত্ব বলে।


বিভাগীয় কমিশনারের কাজ লিখ।

উত্তরঃ বিভাগীয় কমিশনার জেলা প্রশাসকের কাজ তদারক করেন। তিনি বিভাগের উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন ও তত্ত্বাবধান করেন। এছাড়া বিভাগের ক্রীড়া উন্নয়ন, শিল্পকলা, সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নে কাজ করেন। তিনি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থাও করেন।


সমাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা কীরূপ?

উত্তরঃ সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে এমন রাষ্ট্রকে বোঝায় যেখানে সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত নয়। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে উৎপাদন ও বণ্টনের ব্যবস্থা নেওয়া হয়। এ ধরনের রাষ্ট্রে একটিমাত্র দল থাকে। গণমাধ্যম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকে। বিরোধী মত প্রচারের সুযোগ থাকে না।


রাষ্ট্রপতি শাসিত সরকার কি?

উত্তরঃ রাষ্ট্রপতি শাসিত সরকার হলো সেই সরকার যেখানে, শাসনবিভাগ আইন বিভাগের কাছে দায়ী থাকে। রাষ্ট্রপতি তার পছন্দের ব্যক্তিদের নিয়ে মন্ত্রিসভা গঠন করেন। রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার সদস্য নন। মন্ত্রিগণ তাদের কাজের জন্যে রাষ্ট্রপতির কাছে দায়ী থাকেন।


জোট সরকার কাকে বলে?

উত্তরঃ বিভিন্ন রাজনৈতিক দল সমূহের একজোট হয়ে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করে যে সরকার বানানো হয় তাকে জোট সরকার বলে।


খাদ্যনিরাপত্তা বলতে কী বোঝায়?

উত্তরঃ খাদ্যনিরাপত্তা বলতে কেবল খাদ্য প্রাপ্তিকে বোঝায় না। খাদ্যের প্রাপ্যতা, খাদ্য ক্রয় করার ক্ষমতা এবং খাদ্যের পুষ্টি এই তিনটি বিষয়কেই বোঝানো হয়। অবশ্য বাংলাদেশের মানুষের খাদ্য যেহেতু খাদ্যশস্য, বিশেষ করে চাউলের প্রাধান্য রয়েছে সেহেতু চাউলের সরবরাহ এবং মূল্যের স্থিতিশীলতাই খাদ্যনিরাপত্তা অর্জনের মূল বিষয়।


বিকল্প সরকার বলতে কী বোঝায়?

উত্তরঃ সংসদীয় শাসন ব্যবস্থায় বিরোধী দলকে বিকল্প সরকার বলে।

প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে সংখ্যা গরিষ্ঠ দল যেন গণবিরোধী কাজে লিপ্ত না হয়, স্বৈরাচারী ও দুর্নীতিপরায়ণ না হয় সেদিকে বিরোধী দলগুলো সতর্ক দৃষ্টি রাখে। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে বিরোধী দলই 'বিকল্প সরকার'।

গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিরোধী দল সরকারের ভুল ত্রুটি বা গণবিরোধী পদক্ষেপ সম্পর্কে জনগণকে অবহিত করে। বিরোধী দলের গঠনমূলক সমালোচনার ভয়ে সরকারি দল জনকল্যাণকর কাজে উদ্যোগী হয়।


বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (MCQ)

১। পৌরনীতি কোন বিজ্ঞানের অংশ?

ক) নৃবিজ্ঞান

খ) সামাজিক

গ) চিকিৎসা

ঘ) নাগরিক

সঠিক উত্তর : খ


২। নাগরিকের আচরণ ও কার্যাবলি নিয়ে আলোচনা করা কোন বিষয়টির অন্তর্ভুক্ত?

ক) সমাজবিজ্ঞান

খ) পৌরনীতি

গ) অর্থনীতি

ঘ) পরিবার

সঠিক উত্তর : খ


৩। নাগরিকের অধিকার ভোগের পাশাপাশি আমরা রাষ্ট্রের প্রতি কী পালন করি?

ক) দায়িত্ব

খ) কর্তব্য

গ) দায়িত্ব ও কর্তব্য

ঘ) নীতি

সঠিক উত্তর : গ


৪। কোনটি ল্যাটিন শব্দ?

ক) সিভিস

খ) সিভিক্স

গ) নাগরিক

ঘ) রাষ্ট্র

সঠিক উত্তর : ক


৫। সিভিস (Civis) শব্দের অর্থ কী?

ক) রাষ্ট্র

খ) নগর

গ) নগররাষ্ট্র

ঘ) নাগরিক

সঠিক উত্তর : ঘ


৬। শব্দগত অর্থে নাগরিক কে?

ক) রাষ্ট্রের নাগরিক

খ) নিজ দেশের অধিবাসী

গ) সকল দেশের অধিবাসী

ঘ) নগরের অধিবাসী

সঠিক উত্তর : ঘ


৭। কোন অর্থে অধিকার ও কর্তব্য পৌরনীতির বিষয়বস্তু?

ক) ব্যাপক অর্থে

খ) শাব্দিক অর্থে

গ) সংকীর্ণ অর্থে

ঘ) উৎপত্তিগত অর্থে

সঠিক উত্তর : গ


আশা করি পৌরনীতি ও নাগরিকতা বিষয়ক প্রশ্ন ও উত্তরএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন