এখানে আপনাদের জন্য “খেলাফতে রাশেদার প্রদীপ্ত পথ ধরে” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
খেলাফতে রাশেদার প্রদীপ্ত পথ ধরে - ইসলামী সঙ্গীত লিরিক্স
খেলাফতে রাশেদার প্রদীপ্ত পথ ধরে
যুগে যুগে আমরাই জেগেছি
বুকে নিয়ে কোরানের বিপ্লবী পয়গাম
বারে বারে দেশে দেশে লড়েছি-
সত্যের সংগ্রাম করেছি।।
বদর ওহুদ আর তাবুকের ময়দান
পাড়ি মোরা দিয়েছি অতীতে,
সেরিঙ্গাপট্টম বালাকোট ঋনী হলো
আমাদের তেগ সঙ্গীতে
ধমনীতে লয়ে সেই শাহাদাত সঙ্গীত
মদীনার নব গীত গড়েছি।।
মোরা চির বিদ্রহী বিপ্লবী সৈনিক
মানিনা বিধান কোন মানুষের
আমরাই ভাংবো বাতিলের প্রাসাদ আর
ধিকৃত পথ যত বাতিলের
এরই পথে আমাদের সংগ্রাম সাধনা
প্রানবাজী এই পথে রেখেছি।।
-আহমেদ নাসির উদ্দিন-
যুগে যুগে আমরাই জেগেছি
বুকে নিয়ে কোরানের বিপ্লবী পয়গাম
বারে বারে দেশে দেশে লড়েছি-
সত্যের সংগ্রাম করেছি।।
বদর ওহুদ আর তাবুকের ময়দান
পাড়ি মোরা দিয়েছি অতীতে,
সেরিঙ্গাপট্টম বালাকোট ঋনী হলো
আমাদের তেগ সঙ্গীতে
ধমনীতে লয়ে সেই শাহাদাত সঙ্গীত
মদীনার নব গীত গড়েছি।।
মোরা চির বিদ্রহী বিপ্লবী সৈনিক
মানিনা বিধান কোন মানুষের
আমরাই ভাংবো বাতিলের প্রাসাদ আর
ধিকৃত পথ যত বাতিলের
এরই পথে আমাদের সংগ্রাম সাধনা
প্রানবাজী এই পথে রেখেছি।।
-আহমেদ নাসির উদ্দিন-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স