এখানে আপনাদের জন্য “ইয়া ইলাহী! দাও আমাকে বলার সাহস দাও” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
ইয়া ইলাহী! দাও আমাকে বলার সাহস দাও - ইসলামী সঙ্গীত লিরিক্স
ইয়া ইলাহী! দাও আমাকে বলার সাহস দাও
দাও সে ঈমান, দাও সে মেধা, (২) দাও সে ক্ষমতা ।।
অন্ধকারে আমি যেন
হাড়িয়ে না যাই কভু,
আমায় দেখে ওড়াও যেন
পথ খুজে নেয় প্রভু। (২)
তোমার নূরের সুরমা দিয়ে (২)- আমার চোখ সাজাও ।।
আমায় দেখে ওদের মনে জাগে যেন আশা
কোরআন থেকে ওরাও যেন নেয় খুজে সে ভাষা
অনেক পাপে জড়িয়ে গেছি
আমি গুনাহগার,
সেসব তুমি গোপন রেখ
হে রব, হে সাত্তার। (২)
তোমার নামের সেফাত দিয়ে (২) আমায় ডেকে নাও।।
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স