এখানে আপনাদের জন্য “ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ হে মুজাহিদ” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ হে মুজাহিদ - ইসলামী সঙ্গীত লিরিক্স
হে মুজাহিদ হে মুজাহিদ
দুরন্ত দুর্বার
গতিবেগে ঝনঝার
চুরমার করে দাও কুফরির ভিত।
এই এই এই দেশে জুলুমাত
জেঁকে আছে গেড়ে আছে হুকুমাত
বিভৎস উৎসব
উৎখাত করো সব
প্রভাতের আলোকের সুবে উম্মীদ।
ওই ওই ওই দেখ চিহ্ন
লাখো লাখো কলিজা যে দীর্ণ
জেহাদের মাঠে মাঠে
এদেশের পথে পথে
সে হিসাব নাও আস ভাঙ্গো ভাঙ্গো নীঁদ।
নেই নেই নেই কোনো শংকা
শোনো শোনো জেহাদের ডংকা
হবে হবে হবে জয়
তৌহিদের হবে জয়
হেঁকে গেল হাসি মুখে লক্ষ শহীদ।
দুরন্ত দুর্বার
গতিবেগে ঝনঝার
চুরমার করে দাও কুফরির ভিত।
এই এই এই দেশে জুলুমাত
জেঁকে আছে গেড়ে আছে হুকুমাত
বিভৎস উৎসব
উৎখাত করো সব
প্রভাতের আলোকের সুবে উম্মীদ।
ওই ওই ওই দেখ চিহ্ন
লাখো লাখো কলিজা যে দীর্ণ
জেহাদের মাঠে মাঠে
এদেশের পথে পথে
সে হিসাব নাও আস ভাঙ্গো ভাঙ্গো নীঁদ।
নেই নেই নেই কোনো শংকা
শোনো শোনো জেহাদের ডংকা
হবে হবে হবে জয়
তৌহিদের হবে জয়
হেঁকে গেল হাসি মুখে লক্ষ শহীদ।
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স