ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ তিনি ননতো শুধু আরবের - লিরিক্স

এখানে আপনাদের জন্য “ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ তিনি ননতো শুধু আরবের” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।

ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ তিনি ননতো শুধু আরবের - লিরিক্স

ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ তিনি ননতো শুধু আরবের - ইসলামী সঙ্গীত লিরিক্স

তিনি ননতো শুধু আরবের
নন কোনো চিহ্নিত সীমানার
নন শুধু বিস্তৃত আজমের
তিনি এ দেশের
তিনি সে দেশের
তিনি সকল দেশের
সারা বিশ্বের
তাঁর কাছে উঁচু নীচু সকলে সমান
মানুষে মানুষে কোন নেই ব্যবধান
কালোয় ধলোয় গভীর প্রেমের
ভিত রচে বলেছেনঃ আমরা সবাই
এক খান্দান আদমের।
তিনি গরীবের
তিনি ফকীরের
তিনি সবহারাদের
যত নিঃশ্বের
ভাত নেই ক্ষুধা শুধু যাদের পেটে
মৃত্যুর মত হায়! জীবন কাটে
যাদের আশ্রয়ে লাশের মিছিল
পরম আপনজন বন্ধু প্রিয়
হায়! তিনি যে তাদের।
তিনি কৃষকের
তিনি শ্রমিকের
তিনি দুখি মানুষের
যত দুস্থের……

আশা করি আপনারা  লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন