মাছের সম্পূরক খাবার কাকে বলে?- বিস্তারিত

মাছের সম্পূরক খাবার কাকে বলে?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা মাছের সম্পূরক খাবার কাকে বলে? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

মাছের সম্পূরক খাবার কাকে বলে?

মাছের সম্পূরক খাবার কাকে বলে?

অধিক উৎপাদনের জন্য প্রাকৃতিক খাদ্য যোগানের পাশাপাশি পুকুরের বাইরে থেকে মাছকে যে খাবার সরবরাহ করা হয় তাকে মাছের সম্পূরক খাদ্য বলে। জীবনধারণ, শরীর গঠন ও বৃদ্ধির জন্য মাছ জলজ পরিবেশ থেকে খাদ্য গ্রহণ করে থাকে। কিন্তু প্রাকৃতিক খাদ্যে পরিপূর্ণ পুষ্টি সাধন হয় না। তাই প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি সম্পূরক খাদ্য হিসেবে চাউলের কুঁড়া, গমের ভুসি, সরিষার খৈল ইত্যাদি প্রয়োগ করা হয়।


রাজপুঁটি চাষের সুবিধা লেখো


রাজপুঁটি মাছ অধিক উৎপাদনশীল। যে কোনো মৌসুমি/বাৎসরিক পুকুর, ডোবা বা পতিত জলাশয়ে এর চাষ করা যায়।


অপেক্ষাকৃত বিরূপ পরিবেশ, বিশেষ করে খোলা পানিতে চাষ করা যায়। চাষ ব্যস্থাপনা সহজ ও খরচ কম হয়। কার্প জাতীয় মাছের সাথে মিশ্র চাষ করা যায়। এ মাছ ৪-৬ মাসের মধ্যে বিক্রয়যোগ্য হয়। খেতে সুস্বাদু বলে বাজারমূল্যও বেশি।


আশা করি মাছের সম্পূরক খাবার কাকে বলে?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন