এখানে আপনাদের জন্য “কোন এক শিল্পীর” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
কোন এক শিল্পীর - ইসলামী সঙ্গীত লিরিক্স
কোন এক শিল্পীর শিল্পে ভরে আছে পৃথিবী
যার মহিমা বুকে এঁকে বন-বনানীর সবুজ সবি
সেই শিল্পীর জন্যে আমার
জীবনের সকল গীতিকা
পুষ্প নিয়ে এই মালিকা।
নিসর্গ মগ্ন প্রকৃতির দেশে
যেদিকে তাকাই খুঁজে পাই তারে শেষে
মৌন ফুলের বুকে তারই সুধা
কোকিলের তানে তার স্বরলিপিকা।।
মরন নদীর গিয়ে ওপারে
পাবই খুঁজে আমি পাব যে তারে
যে জন চাইবে যা তা যেন পায়
আমি যেন পাই শুধু ফুলবীথিকা।।
-মোস্তফা শওকত ইমরান-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স