রক্ত সংবহনতন্ত্র কাকে বলে? | বদ্ধ ও উন্মুক্ত সংবহনতন্ত্রের মধ্যে পার্থক্য কী?- বিস্তারিত

রক্ত সংবহনতন্ত্র কাকে বলে?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা রক্ত সংবহনতন্ত্র কাকে বলে? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

রক্ত সংবহনতন্ত্র কাকে বলে?

রক্ত সংবহনতন্ত্র কাকে বলে?

যে তন্ত্রের মাধ্যমে রক্ত প্রতিনিয়ত দেহের বিভিন্ন অঙ্গ এবং অংশে চলাচল করে তাকে রক্ত সংবহনতন্ত্র বলে। এ তন্ত্রে প্রবাহিত রক্তের মাধ্যমে খাদ্য, অক্সিজেন এবং বর্জ্য পদার্থ দেহের এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়।


বদ্ধ ও উন্মুক্ত সংবহনতন্ত্রের মধ্যে পার্থক্য কী?


বদ্ধ ও উন্মুক্ত সংবহনতন্ত্রের মধ্যে পার্থক্য নিম্নরূপ-


বদ্ধ সংবহনতন্ত্র

  • এ ধরনের সংবহনতন্ত্রে রক্ত হৃৎযন্ত্র ও রক্তবাহিকার অভ্যন্তরে অবস্থান করে।
  • হৃৎযন্ত্র, শিরা, ধমনী ও কৈশিকজালিকা সমন্বয়ে এটি গঠিত।
  • এক্ষেত্রে দেহগহ্বরে রক্ত প্রবেশ করে না; দেহগহ্বর প্রকৃত সিলোম।
  • রক্ত কোষ-টিস্যুর সরাসরি সংস্পর্শে আসে না।
  • কলারসের মাধ্যমে পুষ্টি পদার্থ ও গ্যাসের বিনিময় ঘটে।
  • Annelida ও Chordata পর্বের প্রাণীতে পাওয়া যায়।

উন্মুক্ত সংবহনতন্ত্র

  • এ ধরনের সংবহনতন্ত্রে রক্ত হৃৎযন্ত্র, রক্তবাহিকা ও বিভিন্ন সাইনাসে অবস্থান করে।
  • হৃৎযন্ত্র, সংক্ষিপ্ত রক্তনালি ও সাইনাস নিয়ে এটি গঠিত।
  • এক্ষেত্রে দেহগহ্বরে রক্ত প্রবেশ করে; এজন্য একে হিমোসিল বলে।
  • রক্ত সরাসরি কোষ-টিস্যুর সংস্পর্শে এসে পুষ্টি পদার্থ ও গ্যাসের বিনিময় ঘটায়।
  • Arthropoda ও Mollusca পর্বের প্রাণীতে পাওয়া যায়।



আশা করি রক্ত সংবহনতন্ত্র কাকে বলে?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন