এখানে আপনাদের জন্য “গাওরে মোসলেমগণ” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
গাওরে মোসলেমগণ - ইসলামী সঙ্গীত লিরিক্স
গাওরে মোসলেমগণ, নবী- গুণ গাওরে
পরাণ ভরিয়া সবে ছাল্লেয়ালা গাওরে।
আপনা কালামে, নবীর সালামে, তাকিদ করে বারী।
কালেবেতে জান, কহিতে জবান, যে তক থাকে গো জারি।
যে বেশে যে ভেসে, যে দেশেতে যাওরে,
গাও গাও গাও সবে ছাল্লেয়ালা গাওরে।
হযরত আদম, গোনাতে যে দম, বেদম কাঁদিয়াছিল,
পাইল রেহাই, মোস্তফা দোহাই যেই দমে দিয়াছিল।
তাই বলি পাপি, যদি পাপ ক্ষমা চাওরে,
তরা করি' প্রান ভরি ছাল্লেয়ালা গাওরে।
নূহ পয়গম্বর, হুকুমে আল্লার, জাহাজ বানান যবে,
উপরে তাহার, নাম মোস্তফার লিখিলে ভাসিল তবে।
ভব পার যেতে যার বাসনা সে আওরে,
হৃদয় জাহাজে লিখে নবী- নাম গাওরে।
খলীলের পেসজানিতে, নবীনূর নেশানীতে আলোকিতি ছিল হায়!
আহা সেই নূর বলে, নমরুদের মহানলে, খলিলুল্লা মুক্তি পায়!
ওহে ভাই, জাহান্নামে যেতে যে না চাওরে
আজীবন মনপ্রানে নবী গান গাওরে।
ফেরেশ্তা সইস হয়ে যাঁহার বরাক লয়ে, আসিল এ দুনিয়ায়,
তিনি যে কেমন জন, ভাভে ভাবুকগণ তাঁহার মেছাল দিব কায়!
বোরাকে ছেরাত পার যাইতে যে চাওরে
বদন ভরিয়া সে ছাল্লেয়ালা গাওরে।
নিমিষে আরশে যায়, বারীতা'লা দরগায় অম্মত নিস্তার তরে
বান্দার নাজাত পথ, নিত্যনিধি শরীয়ত, খতম তাঁহার পরে!
নিমিষে চুলের পুল যদি পার হওরে,
নবীজির শরীয়ত শিরে তুলে রওরে।
যে সময় ভবগোর, হইল গোনায় পোর, এমন সময় বারী
মোস্তফা সুরুজে তবে, উদয় করেন ভবে, করিতে আলোকে জারী।
উদিলে ইসলাম - রবি কাফেরী বিলয় রে,
বল সবে উচ্চরবে ছাল্লেয়ালা জয়রে।
যতপীর ওলিগণ, সেবি সে চরণ ধন, সাধনে পেয়েছে ফল,
সে পাক চরণ যারা, ছাড়িল নাদান তারা, তাহারাই নিঃসম্বল।
না চেয়ে পেয়েছে তাঁরে আর কারে চাওরে?
সে পাক চরণে সবে হৃদে জাগা দাওরে!
ইহুদী নাছারা দল, হিন্দু শিখ এ সকল, ত্যাজিয়া আসল রব
দেব- দেবী গাছ- পালা, ঘাট মাঠ কাষ্ঠশিলা, তাহারা পুঁজিছে সব।
সত্য রবে মোরা পেয়েছি যে অছিলায় রে
এস কোটি কন্ঠে ভেজি ছালাম তাঁহায় রে।
নবীজির ছানা যত, লক্ষ মুখে অবিরত, কহিলেও হইবেনা
যাহার জবানে ভাই, নবীর দরুদ নাই, সে নাজাত পাইবে না,
অতএব সবে আখেরের গম খাওরে,
নবী নামে ছাল্লেয়ালা গাওরে।
নবীজি সহায় যার, ভয় কি মরতে তার? সে জন পেয়ারা খোদা!
নবীর খেলাফ যারা, খোদার দুশমন তারা, নরকে থাকিবে সদা!
নবীজির প্রেম ডোরে সবে শির দাওরে,
হৃদয় ভরিতে সবে ছাল্লেয়ালা গাওরে।
এ অধীন জোড় করে, চরণে বিনয় করে, হে মম দয়াল নবী,
গোনা মোর বড় দেখে, ফে'লনা চরণ থেকে আপনি লুকাও ছবি!
রে পাপী, ও মৃঢ় মন, মোক্ষ যদি চাওরে,
নবী পদ লক্ষ করি ছাল্লেয়ালা গাওরে।
-মুন্সী মেহেরুল্লাহ-
পরাণ ভরিয়া সবে ছাল্লেয়ালা গাওরে।
আপনা কালামে, নবীর সালামে, তাকিদ করে বারী।
কালেবেতে জান, কহিতে জবান, যে তক থাকে গো জারি।
যে বেশে যে ভেসে, যে দেশেতে যাওরে,
গাও গাও গাও সবে ছাল্লেয়ালা গাওরে।
হযরত আদম, গোনাতে যে দম, বেদম কাঁদিয়াছিল,
পাইল রেহাই, মোস্তফা দোহাই যেই দমে দিয়াছিল।
তাই বলি পাপি, যদি পাপ ক্ষমা চাওরে,
তরা করি' প্রান ভরি ছাল্লেয়ালা গাওরে।
নূহ পয়গম্বর, হুকুমে আল্লার, জাহাজ বানান যবে,
উপরে তাহার, নাম মোস্তফার লিখিলে ভাসিল তবে।
ভব পার যেতে যার বাসনা সে আওরে,
হৃদয় জাহাজে লিখে নবী- নাম গাওরে।
খলীলের পেসজানিতে, নবীনূর নেশানীতে আলোকিতি ছিল হায়!
আহা সেই নূর বলে, নমরুদের মহানলে, খলিলুল্লা মুক্তি পায়!
ওহে ভাই, জাহান্নামে যেতে যে না চাওরে
আজীবন মনপ্রানে নবী গান গাওরে।
ফেরেশ্তা সইস হয়ে যাঁহার বরাক লয়ে, আসিল এ দুনিয়ায়,
তিনি যে কেমন জন, ভাভে ভাবুকগণ তাঁহার মেছাল দিব কায়!
বোরাকে ছেরাত পার যাইতে যে চাওরে
বদন ভরিয়া সে ছাল্লেয়ালা গাওরে।
নিমিষে আরশে যায়, বারীতা'লা দরগায় অম্মত নিস্তার তরে
বান্দার নাজাত পথ, নিত্যনিধি শরীয়ত, খতম তাঁহার পরে!
নিমিষে চুলের পুল যদি পার হওরে,
নবীজির শরীয়ত শিরে তুলে রওরে।
যে সময় ভবগোর, হইল গোনায় পোর, এমন সময় বারী
মোস্তফা সুরুজে তবে, উদয় করেন ভবে, করিতে আলোকে জারী।
উদিলে ইসলাম - রবি কাফেরী বিলয় রে,
বল সবে উচ্চরবে ছাল্লেয়ালা জয়রে।
যতপীর ওলিগণ, সেবি সে চরণ ধন, সাধনে পেয়েছে ফল,
সে পাক চরণ যারা, ছাড়িল নাদান তারা, তাহারাই নিঃসম্বল।
না চেয়ে পেয়েছে তাঁরে আর কারে চাওরে?
সে পাক চরণে সবে হৃদে জাগা দাওরে!
ইহুদী নাছারা দল, হিন্দু শিখ এ সকল, ত্যাজিয়া আসল রব
দেব- দেবী গাছ- পালা, ঘাট মাঠ কাষ্ঠশিলা, তাহারা পুঁজিছে সব।
সত্য রবে মোরা পেয়েছি যে অছিলায় রে
এস কোটি কন্ঠে ভেজি ছালাম তাঁহায় রে।
নবীজির ছানা যত, লক্ষ মুখে অবিরত, কহিলেও হইবেনা
যাহার জবানে ভাই, নবীর দরুদ নাই, সে নাজাত পাইবে না,
অতএব সবে আখেরের গম খাওরে,
নবী নামে ছাল্লেয়ালা গাওরে।
নবীজি সহায় যার, ভয় কি মরতে তার? সে জন পেয়ারা খোদা!
নবীর খেলাফ যারা, খোদার দুশমন তারা, নরকে থাকিবে সদা!
নবীজির প্রেম ডোরে সবে শির দাওরে,
হৃদয় ভরিতে সবে ছাল্লেয়ালা গাওরে।
এ অধীন জোড় করে, চরণে বিনয় করে, হে মম দয়াল নবী,
গোনা মোর বড় দেখে, ফে'লনা চরণ থেকে আপনি লুকাও ছবি!
রে পাপী, ও মৃঢ় মন, মোক্ষ যদি চাওরে,
নবী পদ লক্ষ করি ছাল্লেয়ালা গাওরে।
-মুন্সী মেহেরুল্লাহ-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স