এখানে আপনাদের জন্য “ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ ওগো ও কামলিওয়ালা” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ ওগো ও কামলিওয়ালা - ইসলামী সঙ্গীত লিরিক্স
ওগো ও কামলিওয়ালা
ওগো ও কামলিওয়ালা
ইয়া নবী ছাল্লে আলা
তোমারে মনে পড়েছে
তোমারে মনে পড়েছে।
কি যে কি মন্ত্রনাতে
অসহ যন্ত্রনাতে
মন আমায় তোমার স্মরেছে
তোমারে মনে পড়েছে।।
মানুষ আজ ধুকে ধুকে
মরছে দেখো পথের ধুলোয়
অভাবে অনটনে দিনে রাতে
আবরু লুটায়
জালিমের অত্যাচারে
অসহায় হাহাকারে
বিধাতার আরশ কেঁপেছে
তোমারে মনে পড়েছে।।
এখানে বাতাস যেন
বহে আহা করুন খেদে
নীরবে মানবতা অশ্রু ঝরায়
কেঁদে কেঁদে
প্রকৃতির বিলাপ শোনে
বিধুর এ সময় গুনে
বেদনার হৃদয় ভেঙ্গেছে
তোমারে মনে পড়েছে।।
ওগো ও কামলিওয়ালা
ইয়া নবী ছাল্লে আলা
তোমারে মনে পড়েছে
তোমারে মনে পড়েছে।
কি যে কি মন্ত্রনাতে
অসহ যন্ত্রনাতে
মন আমায় তোমার স্মরেছে
তোমারে মনে পড়েছে।।
মানুষ আজ ধুকে ধুকে
মরছে দেখো পথের ধুলোয়
অভাবে অনটনে দিনে রাতে
আবরু লুটায়
জালিমের অত্যাচারে
অসহায় হাহাকারে
বিধাতার আরশ কেঁপেছে
তোমারে মনে পড়েছে।।
এখানে বাতাস যেন
বহে আহা করুন খেদে
নীরবে মানবতা অশ্রু ঝরায়
কেঁদে কেঁদে
প্রকৃতির বিলাপ শোনে
বিধুর এ সময় গুনে
বেদনার হৃদয় ভেঙ্গেছে
তোমারে মনে পড়েছে।।
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স