এখানে আপনাদের জন্য “মারহাবা করতালি কিছু চাইনা” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
মারহাবা করতালি কিছু চাইনা - ইসলামী সঙ্গীত লিরিক্স
মারহাবা করতালি কিছু চাইনা,
আমি চাই শিশুদের পড়ালেখা বিনে জীবন যেন কাটেনা,
আমি চাই দুঃখীদের খাদ্য বসন বিনে জীবন যেন কাটেনা।
আমার মত হাজার শিশু
পেটের দায়ে কাজের পিছু
ছুটছে অবিরাম, নেই কোন বিশ্রাম
দেখেও তা কেউ দ্যাখেনা (ঐ)
আদর করে আশার বাণী
কেউ শুনায়না একটু খানি।
চোখের কান্নায় বুক ভেসে যায়
দেখেও তা কেউ দ্যাখেনা (ঐ)
আমি চাই শিশুদের পড়ালেখা বিনে জীবন যেন কাটেনা,
আমি চাই দুঃখীদের খাদ্য বসন বিনে জীবন যেন কাটেনা।
আমার মত হাজার শিশু
পেটের দায়ে কাজের পিছু
ছুটছে অবিরাম, নেই কোন বিশ্রাম
দেখেও তা কেউ দ্যাখেনা (ঐ)
আদর করে আশার বাণী
কেউ শুনায়না একটু খানি।
চোখের কান্নায় বুক ভেসে যায়
দেখেও তা কেউ দ্যাখেনা (ঐ)
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স