এখানে আপনাদের জন্য “চল মোমিন, চল আবার জুমার জামাতে” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
চল মোমিন, চল আবার জুমার জামাতে - ইসলামী সঙ্গীত লিরিক্স
চল মোমিন, চল আবার জুমার জামাতে,
রহমতেরি খুলবে দুয়ার জুমার জামাতে।।
ভুল করেছ বিপথগামী আঁধার সড়কে,
পাবে ঝলক নতুন আশার;- জুমার জামাতে।।
ভুল করেছ সঙ্গীহারা জুলুমাতেরি তীরে
আসবে আলো নতুন ঊষার;- জুমার জামাতে।।
যুগ জামানার জাহেলিয়াত পড়বে ধুলায় লুটে,
জাগবে হৃদয় নিখিল ধরার;-জুমার জামাতে।।
গাফেল তুমি রইবে কেন শক্তিবিহীন একা,
পাবে খুঁজে মদদ খোদার;- জুমার জামাতে।।
-ফররুখ আহমেদ-
রহমতেরি খুলবে দুয়ার জুমার জামাতে।।
ভুল করেছ বিপথগামী আঁধার সড়কে,
পাবে ঝলক নতুন আশার;- জুমার জামাতে।।
ভুল করেছ সঙ্গীহারা জুলুমাতেরি তীরে
আসবে আলো নতুন ঊষার;- জুমার জামাতে।।
যুগ জামানার জাহেলিয়াত পড়বে ধুলায় লুটে,
জাগবে হৃদয় নিখিল ধরার;-জুমার জামাতে।।
গাফেল তুমি রইবে কেন শক্তিবিহীন একা,
পাবে খুঁজে মদদ খোদার;- জুমার জামাতে।।
-ফররুখ আহমেদ-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স