নবম অধ্যায় : সার্কিট ব্রেকার, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস-২ (২য় পত্র): আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “নবম অধ্যায় : সার্কিট ব্রেকার, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস-২ (২য় পত্র)” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
সার্কিট ব্রেকার কী?
উত্তরঃ সার্কিট ব্রেকার এমন একটি মেকানিক্যাল সুইচিং ও স্বয়ংক্রিয় প্রটেকটিভ ডিভাইস, যার সাহায্যে স্বাভাবিক অবস্থায় পাওয়ার সার্কিট চালু ও বন্ধ করা যায়। কিন্তু স্বাভাবিক অবস্থায় পাওয়ার সার্কিট স্বয়ংক্রিয়ভাবে রীলের মাধ্যমে খুলে বৈদ্যুতিক যন্ত্রপাতি ও সাজ সরঞ্জামাদিকে রক্ষা করে।
আর্ক কী?
উত্তরঃ আর্ক এক ধরনের ইলেকট্রিক ডিসচার্জ, যা শর্টসার্কিট অবস্থায় ব্রেকারের কন্ট্রাক্টদ্বয় বিচ্ছিন্ন হওয়ার সময় অগ্নি-স্ফুলিঙ্গ দেখা দেয়।
সার্কিট ব্রেকারের অপারেশনে সহায়তাকারী যন্ত্র কোনটি?
উত্তরঃ সার্কিট ব্রেকারের অপারেশনে সহায়তাকারী যন্ত্রের নাম রীলে।
সার্কিট ব্রেকারের মূল কাজ কী?
উত্তরঃ সার্কিট ব্রেকারের মূল কাজ দু’টি। যথা—
- বৈদ্যুতিক সিস্টেম পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সুইচিং হিসেবে কাজ করে।
- শর্ট সার্কিটজনিত ত্রুটির কারণে রীলের সহায়তায় স্বয়ংক্রিয়ভাবে অপারেশন করা।
সার্কিট ব্রেকার কোন ধরনের যন্ত্র?
উত্তরঃ সার্কিট ব্রেকার এক ধরনের রক্ষণ যন্ত্র।
অয়েল সার্কিট ব্রেকার কাকে বলে?
উত্তরঃ যে সার্কিট ব্রেকারে চালু, বন্ধ এবং ব্রেকিং জনিত আর্ক নির্বাপনের জন্য শুধু তৈল ব্যবহার করা হয় তাকে অয়েল সার্কিট ব্রেকার বলে। এ ধরনের সার্কিট ব্রেকারের ক্যাপাসিটি বেশি হয়।
বৈদ্যুতিক সিস্টেমের অধিকাংশ ত্রুটি কিভাবে দূর হয়?
উত্তরঃ বৈদ্যুতিক সিস্টেমের অধিকাংশ ত্রুটি আপনা-আপনি দূর হয়ে যায়।
সার্কিট ব্রেকারে অয়েলের কাজ কী?
উত্তরঃ সার্কিট ব্রেকারে অয়েলের কাজ তিনটি। যথা–
- স্বাভাবিক অবস্থায় অয়েল লাইন ও আর্থের মধ্যে ইনস্যুলেশন হিসেবে কাজ করে।
- অয়েল সার্কিট ব্রেকারের কন্ট্রাক্টদ্বয় ঠাণ্ডা রাখে।
- কন্ট্রাক্টদ্বয়ের মধ্যে আর্কের সৃষ্টি হলে অয়েল আর্ক নির্বাপনে সাহায্য করে।
ELCB-এর অর্থ কী?
উত্তরঃ ELCB এর অর্থ হলো- Earth Leakage Circuit Breaker (আর্থ লীকেজ সার্কিট ব্রেকার)।
আৰ্থ লিকেজ সার্কিট ব্রেকার কখন ব্যবহার করতে হয়?
উত্তরঃ সার্কিটের মধ্যে আর্থ লিকেজ কারেন্ট প্রবাহিত হলে আর্থ ত্রুটিজনিত কারণ দূর করার জন্য আর্থ লিকেজ সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়।
আৰ্থ লিকেজ সার্কিট ব্রেকারে কোন কোন তার সংযোগ থাকে?
উত্তরঃ আর্থ লিকেজ সার্কিট ব্রেকারে ফেজ তার ও আর্থ তারের সংযোগ থাকে।
আৰ্থ লিকেজ সার্কিট ব্রেকার ব্যবহারের সুবিধা কী?
উত্তরঃ আর্থ লিকেজ সার্কিট ব্রেকার ব্যবহারের সুবিধা হলো লিকেজ কারেন্ট সার্কিটে প্রবাহিত হলে তা আর্থ তারের মাধ্যমে সহজে মাটিতে চলে গিয়ে বৈদ্যুতিক যন্ত্রপাতিকে অধিক ক্ষতির হাত থেকে রক্ষা করে।
এয়ার সার্কিট ব্রেকার কী?
উত্তরঃ যে সার্কিট ব্রেকারের চালু, বন্ধ ও আর্ক নির্বাপন স্বাভাবিক বায়ুমন্ডলের বাতাসের সাহায্যে করা হয় তাকে এয়ার সার্কিট ব্রেকার বলে।
অয়েল সার্কিট ব্রেকার বলতে কী বোঝায়?
উত্তরঃ যে সার্কিট ব্রেকার-এ অফ ও অন ইনসুলেশন অয়েলের মধ্যে সম্পন্ন হয় তাকে ওয়েল সার্কিট ব্রেকার বলে।
অয়েল সার্কিট ব্রেকার কত প্রকার ও কী কী?
উত্তরঃ অয়েল সার্কিট ব্রেকারে ব্যবহৃত তেলের পরিমাণের উপর নির্ভর করে একে দু’ভাগে ভাগ করা যায়। যথা—
- বাল্ক ওয়েল সার্কিট ব্রেকার
- স্মল বা লো অয়েল সার্কিট ব্রেকার
কার্যপদ্ধতির ওপর নির্ভর করে বাল্ক ওয়েল সার্কিট ব্রেকারকে পুনরায় দু’ভাগে ভাগ করা যায়। যথা—
- প্লেইন ব্রেক টাইপ
- আর্ক নিয়ন্ত্রিত অয়েল সার্কিট ব্রেকার
সার্কিট ব্রেকারের কার্যপদ্ধতির ভিত্তিতে অয়েল সার্কিট ব্রেকার দু’প্রকার হয়ে থাকে। যথা—
- সেলফ জেনারেটেড প্রেসার টাইপ
- এক্সরনালি জেনারেটেড প্রেসার টাইপ।