এখানে আপনাদের জন্য “আমি কারাগার থেকে বলছি” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
আমি কারাগার থেকে বলছি - ইসলামী সঙ্গীত লিরিক্স
আমি কোর'আনের কর্মী আছি ঢাকা কেন্দ্রীয় কারাগারে
আমি কারাগার থেকে গানে গানে কথা বলছি সবার তরে
আমি ভাল আছি বেশ ভাল নেই দুঃখ বেদনা কোন
শুধু দোয়া চাই সবে দোয়া কর যারা তোমরা আমাকে চেন
আমি সত্য পথের পথিক বন্ধু শধু এই দোষ বলে
আজ বহুদিন মাস কারাগারে আছি বাতিলের রোষানলে
তবু দুঃখ করিনা আল্লাহ সহায় নেই নেই কোন ভয়
আমি বিশ্বাস করি মিথ্যাচারের হবে হবে পরাজয়
আমি মেঘনায় থাকি দিন খাতা এক আছি আছি বেশ ভাল
শুধু বহুদিন ধরে দেখেনা দুচোখ বাহিরের কোন আলো
আমি রাজপথ ছেড়ে আছি বহুদূরে সাথীদের নেই খোজ
তাই ব্যাথার স্মৃতির আশায় আশায় কেটে যায় দিন রোজ
বুঝি দেখেনি দুচোখ বহুদিন ধরে দুঃখিনি মায়ের মুখ
আর বাবার স্নেহের কথা মনে করে কেদে কেদে উঠে বুক
আমি মাঝে মাঝে দেখি গ্রীলের ওপাশে দাঁড়িয়ে কাদছে মা
তার কাদা কাদা মুখ দেখে যায় শুধু কিছু বলতে যে পারিনা
আমি পরক্ষনে নিজেকে চিনি ভূলে যায় সব কথা
আর মাকে বলি মা ভাল থেকো এই বলে করি শেষ কথা
আমি মমতার সব হাতছানি ভূলে তাহাদের কথা ভাবি
যারা দ্বীনের তরে নির্যাতনে আর নীপীড়ন সয় জানি
যারা দ্বীনের আলোয় আলোকিত চাই দেখতে এই জমীন
আর পাজরের রাংগা খুন ঢেলে দিয়ে পরিশোধ করে ঋন
আমি তাহাদের চেয়ে অনেক তুচ্ছ অনেক স্বার্থপর
তাই তাহাদের মত পারিনিক হতে পড়ে আছি কারাগার
আমি পারিনিক হতে মালেকের মত সেই সৌভাগ্যবান
যিনি দ্বীনের তরে নিজের জীবন করে গেছে কোরবান
আমি কারাগার থেকে গানে গানে কথা বলছি সবার তরে
আমি ভাল আছি বেশ ভাল নেই দুঃখ বেদনা কোন
শুধু দোয়া চাই সবে দোয়া কর যারা তোমরা আমাকে চেন
আমি সত্য পথের পথিক বন্ধু শধু এই দোষ বলে
আজ বহুদিন মাস কারাগারে আছি বাতিলের রোষানলে
তবু দুঃখ করিনা আল্লাহ সহায় নেই নেই কোন ভয়
আমি বিশ্বাস করি মিথ্যাচারের হবে হবে পরাজয়
আমি মেঘনায় থাকি দিন খাতা এক আছি আছি বেশ ভাল
শুধু বহুদিন ধরে দেখেনা দুচোখ বাহিরের কোন আলো
আমি রাজপথ ছেড়ে আছি বহুদূরে সাথীদের নেই খোজ
তাই ব্যাথার স্মৃতির আশায় আশায় কেটে যায় দিন রোজ
বুঝি দেখেনি দুচোখ বহুদিন ধরে দুঃখিনি মায়ের মুখ
আর বাবার স্নেহের কথা মনে করে কেদে কেদে উঠে বুক
আমি মাঝে মাঝে দেখি গ্রীলের ওপাশে দাঁড়িয়ে কাদছে মা
তার কাদা কাদা মুখ দেখে যায় শুধু কিছু বলতে যে পারিনা
আমি পরক্ষনে নিজেকে চিনি ভূলে যায় সব কথা
আর মাকে বলি মা ভাল থেকো এই বলে করি শেষ কথা
আমি মমতার সব হাতছানি ভূলে তাহাদের কথা ভাবি
যারা দ্বীনের তরে নির্যাতনে আর নীপীড়ন সয় জানি
যারা দ্বীনের আলোয় আলোকিত চাই দেখতে এই জমীন
আর পাজরের রাংগা খুন ঢেলে দিয়ে পরিশোধ করে ঋন
আমি তাহাদের চেয়ে অনেক তুচ্ছ অনেক স্বার্থপর
তাই তাহাদের মত পারিনিক হতে পড়ে আছি কারাগার
আমি পারিনিক হতে মালেকের মত সেই সৌভাগ্যবান
যিনি দ্বীনের তরে নিজের জীবন করে গেছে কোরবান
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স