এখানে আপনাদের জন্য “ভোর হয়নি, আজ হলো না” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
ভোর হয়নি, আজ হলো না - ইসলামী সঙ্গীত লিরিক্স
ভোর হয়নি, আজ হলো না,
কাল হবে কি না, তাও জানা নেই।
পরশু ভোর ঠিক আসবেই,
এ আশাবাদ তুমি ভুলো না ।
এ সময়ের মুখ চেনা থাক,
আজ এখানে এতো পরাজয়
দ্বিধা সংশয়ে কাটে দিন রাত,
ঘিরে রেখেছে অমূলকভয়।
তুমি চাইলে, বাঁধা টুটবে
পথে নামলে সাথী মিলবেই
শুধু কখনো ভুল প্ররোভনে প্রতারক
পায়ে ফিরে যেও না।
মনে করো সেই মহা ইতিহাস
যারা চিনেছিল কালো রাত্রি
বুকে সাহসে দাউ দাউ শিখা
নিয়ে হেটে গেছে আলোর যাত্রী।
এই পৃথিবী অবাক তাকিয়ে
মমতার বাহু দিলো বাড়িয়ে।
লেখা হলো না স্বর্ণাক্ষরে,
ওরা মানবিক জীবন উপমা।
কাল হবে কি না, তাও জানা নেই।
পরশু ভোর ঠিক আসবেই,
এ আশাবাদ তুমি ভুলো না ।
এ সময়ের মুখ চেনা থাক,
আজ এখানে এতো পরাজয়
দ্বিধা সংশয়ে কাটে দিন রাত,
ঘিরে রেখেছে অমূলকভয়।
তুমি চাইলে, বাঁধা টুটবে
পথে নামলে সাথী মিলবেই
শুধু কখনো ভুল প্ররোভনে প্রতারক
পায়ে ফিরে যেও না।
মনে করো সেই মহা ইতিহাস
যারা চিনেছিল কালো রাত্রি
বুকে সাহসে দাউ দাউ শিখা
নিয়ে হেটে গেছে আলোর যাত্রী।
এই পৃথিবী অবাক তাকিয়ে
মমতার বাহু দিলো বাড়িয়ে।
লেখা হলো না স্বর্ণাক্ষরে,
ওরা মানবিক জীবন উপমা।
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স