এখানে আপনাদের জন্য “আজ আর করিনা ভয়” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
আজ আর করিনা ভয় - ইসলামী সঙ্গীত লিরিক্স
আজ আর করিনা ভয়
ঝড় আসুক মোরা নির্ভয় x3
লড়ব মোরা মরব
ও লড়ব মোরা মরব x3
যদিও তাগুত প্রানে না সয়
ঝড় আসুক মোরা নির্ভয়
(Chorus)
ঐ যে দিগন্তে সীমানার প্রান্তে
রক্তিম সূর্য উদয়
ভয় কিরে তোদের, আয় সাথে মোদের
হবেই আমাদের জয় x2
(chorus)
আজ আর করিনা ভয়
ঝড় আসুক মোরা নির্ভয় x2
আজ এই জীবনে মায়া তুলেছি
আপন মরনে শংকা ভুলেছি x2
ঝান্ডা উড়িয়ে আনব ফিরিয়ে
বিজয়ী সেই সে নিশান
বুকেতে ঈমান হাতেতে কোরান
মুখেতে সংগ্রামী গান
ওওও দীপ্ত শপথে শহীদ হতে
বেঁধেছি মৃত্যু কাফন
কোরানী সমাজ কায়েম হবে আজ
দু চোখে এইতো স্বপন
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স