এখানে আপনাদের জন্য “ওগো মাবুদ তুমি ছাড়া” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
ওগো মাবুদ তুমি ছাড়া - ইসলামী সঙ্গীত লিরিক্স
ওগো মাবুদ তুমি ছাড়া
দরদী কেউ নাই।
তাইতো মনের আরজু তোমার
দরবারে জানাই।।
যে কথা মোর কেউ জানে না,
যে ব্যথা মোর কেউ জানে না,
জানি জানি পাবে তা'রা
তোমার কাছে ঠাঁই।।
দিনের শেষে ফেরে সবাই
ফেরে তোমার দিকে,
ঠাঁই দাও রব,- আলল্পনাহ
সকল প্রানীকে।
সাঁঝের পাখী দলে দলে
যেমন বাসায় ফিরে চলে,
কূল মাখলুক তোমার দিকে
চ'লছে ফিরে তাই।।
দরদী কেউ নাই।
তাইতো মনের আরজু তোমার
দরবারে জানাই।।
যে কথা মোর কেউ জানে না,
যে ব্যথা মোর কেউ জানে না,
জানি জানি পাবে তা'রা
তোমার কাছে ঠাঁই।।
দিনের শেষে ফেরে সবাই
ফেরে তোমার দিকে,
ঠাঁই দাও রব,- আলল্পনাহ
সকল প্রানীকে।
সাঁঝের পাখী দলে দলে
যেমন বাসায় ফিরে চলে,
কূল মাখলুক তোমার দিকে
চ'লছে ফিরে তাই।।
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স