এখানে আপনাদের জন্য “ধৈর্য্য ধারন করার শক্তি দাওগো মেহেরবান” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
ধৈর্য্য ধারন করার শক্তি দাওগো মেহেরবান - ইসলামী সঙ্গীত লিরিক্স
ধৈর্য্য ধারন করার শক্তি দাওগো মেহেরবান
আমায় দাওগো মেহেরবান
বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম।।
আঁধার আমার আলো দিয়ে
কানায় কানায় দাও ভরিয়ে
অন্তর জুড়ে দাওগো প্রভু
ভোরের পাখির গান।।
ফাগুন কেড়ে নেয়া চৈত্র আষাঢ় করে দাও
গাছ গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও
আমার ধু ধু মরুর দেশে
দাওগো জোয়ার ভাটার শেষে
পারাবারের বাউরি বাতাস
আমায় করো দান।।
আমায় দাওগো মেহেরবান
বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম।।
আঁধার আমার আলো দিয়ে
কানায় কানায় দাও ভরিয়ে
অন্তর জুড়ে দাওগো প্রভু
ভোরের পাখির গান।।
ফাগুন কেড়ে নেয়া চৈত্র আষাঢ় করে দাও
গাছ গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও
আমার ধু ধু মরুর দেশে
দাওগো জোয়ার ভাটার শেষে
পারাবারের বাউরি বাতাস
আমায় করো দান।।
-মতিউর রহমান মল্লিক-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স