এখানে আপনাদের জন্য “সৈকতেঃ যেন তোমার দেয়া আলোর পথে চলতে পারি” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
সৈকতেঃ যেন তোমার দেয়া আলোর পথে চলতে পারি - ইসলামী সঙ্গীত লিরিক্স
প্রার্থনা
যেন তোমার দেয়া আলোর পথে চলতে পারি
চকমকি দুনিয়ার রূপ দেখে জাহিলিয়াত যেন চিনতে পারি।
তোমার সত্যের দীপশিখা জ্বেলে দাও
যতো পাপের গ্লানি জীবনের মুছে দাও
যেন বুকে প্রেম নিয়ে মুখে হাসি ভরে
পথ এগিয়ে যেতে পারি।
যেন তোমার দেয়া আলোর পথে চলতে পারি
চকমকি দুনিয়ার রূপ দেখে জাহিলিয়াত যেন চিনতে পারি।
তোমার সত্যের দীপশিখা জ্বেলে দাও
যতো পাপের গ্লানি জীবনের মুছে দাও
যেন বুকে প্রেম নিয়ে মুখে হাসি ভরে
পথ এগিয়ে যেতে পারি।
এই মনের চোখ তুমি খুলে দাও
এই হৃদয়ে তুমি জিহাদের শক্তি দাও
যেন সব প্রলোভন ত্যাগ করে আমি
তোমার পথে চলতে পারি।
মনপ্রাণ উজাড় করে
তোমাকে ভালোবাসার শক্তি দাও
তোমার আইন কায়েমের পথে
জান-মাল দেবার তৌফিক দাও
আমার সব গুনাহ তুমি মাফ করে দিয়ে
সুবাস ছড়াও জান্নাতেরই।
তোমার রহমতের ছায়া মেলে ধরো
তোমার দ্বীনের জ্ঞানে আমাকে পূর্ণ করো
যেন তোমার ক্রোধ নিয়ে মরণ না হয় আমার
মুসলিম হয়ে মরতে পারি।
কথা ও সুর: শেখ আবুল কাসেম মিঠুন
এই হৃদয়ে তুমি জিহাদের শক্তি দাও
যেন সব প্রলোভন ত্যাগ করে আমি
তোমার পথে চলতে পারি।
মনপ্রাণ উজাড় করে
তোমাকে ভালোবাসার শক্তি দাও
তোমার আইন কায়েমের পথে
জান-মাল দেবার তৌফিক দাও
আমার সব গুনাহ তুমি মাফ করে দিয়ে
সুবাস ছড়াও জান্নাতেরই।
তোমার রহমতের ছায়া মেলে ধরো
তোমার দ্বীনের জ্ঞানে আমাকে পূর্ণ করো
যেন তোমার ক্রোধ নিয়ে মরণ না হয় আমার
মুসলিম হয়ে মরতে পারি।
কথা ও সুর: শেখ আবুল কাসেম মিঠুন
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স