এখানে আপনাদের জন্য “ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ জাগো জাগো জাগো” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ জাগো জাগো জাগো - ইসলামী সঙ্গীত লিরিক্স
জাগো জাগো জাগো
সিংহসেনারা জাগো
জাগো তাজা তাজা প্রান
আনো বাঁধ ভাংগা বান
করো দূর অভিশাপ ‘তাগুতের’।।
দিকে দিকে কুফুরির সয়লাব
ডুবে যায় সত্যের আফতাব
জুলুমের যাঁতাকলে নিপীড়িত মানবতা
সবখানে উদ্ধত পাশবিক দানবতা
গাও জেহাদেরি গান
নাও হাতে কোরান
ভেঙ্গে ফেল কালো শির অসত্যের।।
জাগো জাগো বিপ্লবী সৈনিক
জাগে যেন সেই সাথে দশদিক
তোমাদের পানে চেয়ে সবহারা মানুষেরা
তোমাদের পানে চেয়ে লাখো লাখো শহীদেরা
গাও তৌহিদী গান
নাও হাতে কোরান
করো দূর বিভীষিকা জগতের।।
সিংহসেনারা জাগো
জাগো তাজা তাজা প্রান
আনো বাঁধ ভাংগা বান
করো দূর অভিশাপ ‘তাগুতের’।।
দিকে দিকে কুফুরির সয়লাব
ডুবে যায় সত্যের আফতাব
জুলুমের যাঁতাকলে নিপীড়িত মানবতা
সবখানে উদ্ধত পাশবিক দানবতা
গাও জেহাদেরি গান
নাও হাতে কোরান
ভেঙ্গে ফেল কালো শির অসত্যের।।
জাগো জাগো বিপ্লবী সৈনিক
জাগে যেন সেই সাথে দশদিক
তোমাদের পানে চেয়ে সবহারা মানুষেরা
তোমাদের পানে চেয়ে লাখো লাখো শহীদেরা
গাও তৌহিদী গান
নাও হাতে কোরান
করো দূর বিভীষিকা জগতের।।
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স