মেইনফ্রেম কম্পিউটার কি? | কম্পিউটিং বলতে কী বোঝায়?- বিস্তারিত

মেইনফ্রেম কম্পিউটার কি? কম্পিউটিং বলতে কী বোঝায়?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা মেইনফ্রেম কম্পিউটার কি? কম্পিউটিং বলতে কী বোঝায়? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

মেইনফ্রেম কম্পিউটার কি? কম্পিউটিং বলতে কী বোঝায়?

মেইনফ্রেম কম্পিউটার কি?

মেইনফ্রেম কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটারের চেয়ে ছোট কিন্তু অন্যান্য কম্পিউটারের চেয়ে বড় এ ধরনের কম্পিউটার, যা একই সঙ্গে অনেকগুলো গ্রহণ মুখ/নির্গমন মুখ সরঞ্জাম এবং অনেক রকম সহায়ক স্মৃতির সাথে সংযোগ রক্ষা করে কাজ করতে পারে। বড় বড় প্রতিষ্ঠানে এ ধরনের কম্পিউটারের ব্যবহার দেখা যায় । উদাহরণঃ UNIVAC 1100/01, IBM 6120, IBM 4341, NCR N8370, DATA GENERAL CS30 ইত্যাদি।

কম্পিউটিং বলতে কী বোঝায়?

কম্পিউটিং বলতে কম্পিউটার ব্যবহারের প্রযুক্তিকে বোঝায়। এর মধ্যে কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটির ব্যবহারই আলোচনা করা হয়ে থাকে। এটি মূলত তথ্য প্রযুক্তির কম্পিউটার জড়িত অংশটিকে নির্দেশ করে। আর কম্পিউটার বিজ্ঞানের কাজ হলো কম্পিউটিংয়ের তাত্ত্বিক ভিত্তি নিয়ে গবেষণা এবং এই তত্ত্বের মাধ্যমে ব্যবহারিক প্রয়োগ গড়ে তোলা।


আশা করি মেইনফ্রেম কম্পিউটার কি? কম্পিউটিং বলতে কী বোঝায়?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন