এখানে আপনাদের জন্য “নবীর নামের মুহাব্বতে” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
নবীর নামের মুহাব্বতে - ইসলামী সঙ্গীত লিরিক্স
নবীর নামের মুহাব্বতে
মন যে আমার টানে
সূর্যমুখীর প্রানে।।
রওজা শরীফ পাক মদিনায়
দ্বীনের রসুল ঘুমিয়ে যেথায়
পাখীর মত মন উড়ে মোর
যায় আরবের পানে।।
মাটির মানুষেরে যিনি
ভালোবেসেছিলেন
নিখিল পাপী তাপীর আঁসু
মুছিয়ে যিনি ছিলেন।
হৃদয় আমার তাঁহারই পায়
ফুলের মত লুটিতে চায়
সেই শাতেই রঙ্গিণ হয়ে
চোখে স্বপন আনে।।
-আজীজুর রহমান-
মন যে আমার টানে
সূর্যমুখীর প্রানে।।
রওজা শরীফ পাক মদিনায়
দ্বীনের রসুল ঘুমিয়ে যেথায়
পাখীর মত মন উড়ে মোর
যায় আরবের পানে।।
মাটির মানুষেরে যিনি
ভালোবেসেছিলেন
নিখিল পাপী তাপীর আঁসু
মুছিয়ে যিনি ছিলেন।
হৃদয় আমার তাঁহারই পায়
ফুলের মত লুটিতে চায়
সেই শাতেই রঙ্গিণ হয়ে
চোখে স্বপন আনে।।
-আজীজুর রহমান-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স