ডিজিটাল টেলিফোন বলতে কি বুঝায়?- বিস্তারিত

ডিজিটাল টেলিফোন বলতে কি বুঝায়?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা ডিজিটাল টেলিফোন বলতে কি বুঝায়? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

ডিজিটাল টেলিফোন বলতে কি বুঝায়?

ডিজিটাল টেলিফোন বলতে কি বুঝায়?

আধুনিক ডিজিটাল সব সুবিধা নিয়ে তৈরি টেলিফোনকে ডিজিটাল টেলিফোন (Digital telephone) বলে। ডিজিটাল টেলিফোন ব্যবহার করে পরিপূর্ণ সুবিধা নিতে চাইলে টেলিফোনের নেটওয়ার্কটিও ডিজিটাল মানের হতে হয়। বর্তমানে অধিকাংশ ল্যান্ডফোনের নেটওয়ার্কই ডিজিটাল সিস্টেমের এবং সে সাথে এ সেবা গ্রহণের জন্য ব্যবহৃত ফোনগুলোও ডিজিটাল হয়ে থাকে। Public Switched Telephone Network (PSTN) হলো ডিজিটাল টেলিফোন নেটওয়ার্কের একটি সাফল্যের ধারা। ডিজিটাল টেলিফোন নেটওয়ার্কের মাধ্যমে এখন একই ফোন লাইনে ভয়েস কলের পাশাপাশি ডেটাও প্রেরণ করা সম্ভব। এ নেটওয়ার্কের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট, ভিওআইপি, এসএমএস ইত্যাদি সেবা পাওয়া যায়। ডিজিটাল টেলিফোনের উল্লেখযোগ্য সুবিধাগুলো হলো:

  • কর্মদক্ষতার দিক থেকে এ ফোন অ্যানালগ ফোনের চেয়ে এগিয়ে।
  • অ্যানালগ ফোনের মতো ডায়াল ঘুরিয়ে ঘুরিয়ে ফোন নম্বর প্রবেশ করানোর পরিবর্তে বাটনে চেপেই ফোন নম্বর এন্ট্রি করা যায়।
  • এ ফোনে অধিক নিরাপত্তা ও প্রাইভেসি পাওয়া যায়।
  • খরচ অনেক কম।
  • আন্তর্জাতিক ও ওয়াই এরিয়ার রোমিং সুবিধা বেশি।


আশা করি ডিজিটাল টেলিফোন বলতে কি বুঝায়?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন