এখানে আপনাদের জন্য “শাহ জালালের পুন্যভূমি” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
শাহ জালালের পুন্যভূমি - ইসলামী সঙ্গীত লিরিক্স
শাহ জালালের পুন্যভূমি
শাহ মাখদুমের বাংলাদেশ
আমাদের অহংকারে
গরবের বাংলাদেশ।।
এখানে শহীদ তিতু বাঁশের কেল্লা গড়ে
ঈমানের অস্ত্র দিয়ে খোদার পথে লড়ে
স্মৃতির পাতায়
আজো জাগায়
সেই কাহিনী হয় না শেষ।।
আজানের সুরে সুরে
এখানে প্রভাত আসে
শপথের লক্ষ তারায়
এখানে সন্ধ্যা নামে।
ঈসা খাঁর বিপ্লবী খুন মোদের ধমনিতে
প্রতিরোধ তাইতো চলে প্রতি ক্ষনে ক্ষনে
জান দেবতো
মান দেব না
মুক্ত স্বাধীন রাখবো দেশ।।
-তোফাজ্জল হোসেন খান-
শাহ মাখদুমের বাংলাদেশ
আমাদের অহংকারে
গরবের বাংলাদেশ।।
এখানে শহীদ তিতু বাঁশের কেল্লা গড়ে
ঈমানের অস্ত্র দিয়ে খোদার পথে লড়ে
স্মৃতির পাতায়
আজো জাগায়
সেই কাহিনী হয় না শেষ।।
আজানের সুরে সুরে
এখানে প্রভাত আসে
শপথের লক্ষ তারায়
এখানে সন্ধ্যা নামে।
ঈসা খাঁর বিপ্লবী খুন মোদের ধমনিতে
প্রতিরোধ তাইতো চলে প্রতি ক্ষনে ক্ষনে
জান দেবতো
মান দেব না
মুক্ত স্বাধীন রাখবো দেশ।।
-তোফাজ্জল হোসেন খান-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স