কম্পিউটার ভাইরাস ও ওয়ার্মের মধ্যে পার্থক্য কি?: আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা “কম্পিউটার ভাইরাস ও ওয়ার্মের মধ্যে পার্থক্য কি?” বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন।
এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।
কম্পিউটার ভাইরাস ও ওয়ার্মের মধ্যে পার্থক্য কি?
কম্পিউটার ভাইরাস ও ওয়ার্ম উভয়ই ম্যালওয়্যার। এরা কম্পিউটারের ক্ষতিসাধন করে থাকে। নিম্নে এদের আচরণগত পার্থক্য দেওয়া হলো :
কম্পিউটার ভাইরাস
- কম্পিউটার ভাইরাস ফাইলের মাধ্যমে ছড়ায়।
- এটি কার্যকরী ফাইলের সাথে যুক্ত হয়ে ফাইলটিকে সংক্রমিত করে।
- এ ধরনের ভাইরাস ব্যবহারকারীর হস্তক্ষেপ ছাড়া অন্য কোনো ফাইলে সংক্রমিত করতে পারে না।
- কোনো কম্পিউটার ফোল্ডার বা পেনড্রাইভে ভাইরাস থাকলে তা সক্রিয় হয় না, যদি তা ব্যবহার করা হয় তবেই সংক্রমিত হয়।
কম্পিউটার ওয়ার্ম
- এটি নেটওয়ার্কের মাধ্যমে ছড়ায়।
- ওয়ার্ম নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে অন্য আরেকটি কম্পিউটারকে সংক্রমিত করে।
- এই ভাইরাসটি নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারকারীর হস্তক্ষেপ ছাড়াই নিজে থেকে অন্য কম্পিউটারে ছড়িয়ে পড়ে।
- ওয়ার্ম নেটওয়ার্কে থাকলেই তার সংশ্লিষ্ট সকল নেটওয়ার্ককে সংক্রমিত করে।
আশা করি “কম্পিউটার ভাইরাস ও ওয়ার্মের মধ্যে পার্থক্য কি?”এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"
Akta kotha bar bar bolen kno?
উত্তরমুছুন