সবার সুখে হাঁসব মোরা কাঁদব সবার দুখে - লিরিক্স

আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “সবার সুখে হাঁসব মোরা কাঁদব সবার দুখে” এর লিরিক্স দেওয়া হলো।

সবার সুখে হাঁসব মোরা কাঁদব সবার দুখে - লিরিক্স

সবার সুখে হাঁসব মোরা কাঁদব সবার দুখে - ইসলামী সঙ্গীত লিরিক্স

সবার সুখে হাঁসব মোরা কাঁদব সবার দুখে,
নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে ॥
এই তো আমরা করেছি পণ,
সবার মাঝে বিলেয়ে দেব আমাদের জীবন।
থাকব না আর বসে মোরা এবার কিছু করব,
সমাজটাকে ভেঙ্গে চুরে নতুন করে গড়ব ॥
জীর্ণ সমাজ চাইনা মোরা
জালিমের প্রাসাদ ভাঙ্গবই।
যে সমাজটা গড়ে গেছে আলী ওমর উসমান,
যে সমাজে মা বোনেরা পেল তাদের সম্মান ॥
মানবতার মুক্তির লক্ষে,
সেই সমাজটা প্রয়োজন।

কথা ও সুরঃ সুমন আজিজ
এলবামঃ শিহরণ
প্রত্যয় শিল্পী গোষ্ঠী

আশা করি আপনারা আপনাদের প্রিয় সবার সুখে হাঁসব মোরা কাঁদব সবার দুখে লিরিক্স পেরেছেন।  যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন