এখানে আপনাদের জন্য “ভাটির দেশে জন্ম আমার” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
ভাটির দেশে জন্ম আমার - ইসলামী সঙ্গীত লিরিক্স
ভাটির দেশে জন্ম আমার
জন্ম নদীর দেশে
দুখের মাঝেও দিন কেটেছে
তাকেই ভালবেসে।।
পাহাড় নদী ধানের ক্ষেতের এমন মোহন ছবী
পুবের আকাশ সাজিয়ে তোলে শিশির ধোয়া রবি
পাখির গানে ফুলের ঘ্রানে
শ্যাম বনানী আমায় টানে
সবুজ গাঁইয়ের সরল কৃষান দুহাত বাড়ায় এসে।।
প্রতিদিনের ভোরের আজান
জ্বালায় প্রানে দীপ্ত শিখা
লক্ষ তিতুমীরের কথা রক্তে আমার হয় যে লিখা।।
আহার জোটার সংগ্রামে ঐ চলছে যারা ছুটে
সত্য ন্যায়ের জোর লড়াইয়ে ক্ষুধার জ্বালা টুটে
শাহজালালের সৈনিক ওরা
নবী প্রেমে পাগল পারা
জীবন বিলায় খোদার রাহে মরণ যাঁচে হেসে।।
-চৌধুরী গোলাম মাওলা-
জন্ম নদীর দেশে
দুখের মাঝেও দিন কেটেছে
তাকেই ভালবেসে।।
পাহাড় নদী ধানের ক্ষেতের এমন মোহন ছবী
পুবের আকাশ সাজিয়ে তোলে শিশির ধোয়া রবি
পাখির গানে ফুলের ঘ্রানে
শ্যাম বনানী আমায় টানে
সবুজ গাঁইয়ের সরল কৃষান দুহাত বাড়ায় এসে।।
প্রতিদিনের ভোরের আজান
জ্বালায় প্রানে দীপ্ত শিখা
লক্ষ তিতুমীরের কথা রক্তে আমার হয় যে লিখা।।
আহার জোটার সংগ্রামে ঐ চলছে যারা ছুটে
সত্য ন্যায়ের জোর লড়াইয়ে ক্ষুধার জ্বালা টুটে
শাহজালালের সৈনিক ওরা
নবী প্রেমে পাগল পারা
জীবন বিলায় খোদার রাহে মরণ যাঁচে হেসে।।
-চৌধুরী গোলাম মাওলা-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স