এখানে আপনাদের জন্য “জন্ম আমার হত যদি ঐ আরবের দেশে” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
জন্ম আমার হত যদি ঐ আরবের দেশে - ইসলামী সঙ্গীত লিরিক্স
জন্ম আমার হত যদি ঐ আরবের দেশে,
দ্বীনের নকীব এলেন যেথায় সকল আঁধার নেশে।
ভালবেসে তিনি আমায় নিতেন কোলে তুলে,
তার পরশে দুঃখ যাতনআ যেতাম সবি ভুলে ॥
হৃদয় মাঝে সুখ পাখিটা গাইতো যে গান হেসে।
হতাম যদি পাহাড় কিবা শুকনো খেজুর বন,
তার পরশে হত সজীব আমার এই তনুমন ॥
সাদিক নূরে জীবন নদীর দুকূল যেত ভেসে।
দ্বীনের নকীব এলেন যেথায় সকল আঁধার নেশে।
ভালবেসে তিনি আমায় নিতেন কোলে তুলে,
তার পরশে দুঃখ যাতনআ যেতাম সবি ভুলে ॥
হৃদয় মাঝে সুখ পাখিটা গাইতো যে গান হেসে।
হতাম যদি পাহাড় কিবা শুকনো খেজুর বন,
তার পরশে হত সজীব আমার এই তনুমন ॥
সাদিক নূরে জীবন নদীর দুকূল যেত ভেসে।
কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স