এখানে আপনাদের জন্য “তুমি কত সুন্দর! কি করে বোঝাই” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
তুমি কত সুন্দর! কি করে বোঝাই - ইসলামী সঙ্গীত লিরিক্স
তুমি কত সুন্দর! কি করে বোঝাই !
কোনো ভাষা পাই না খুজে...
তোমার তুলনা তুমি নিজে ।
বেকারার প্রজাপতি গোলাপের মুখে,
কি করে দোলায় পাখা, বুক ভরা সুখে!
কোন সুখে এত সুখী,
বুঝে আসে না যে
তোমার তুলনা তুমি নিজে ।
সাজানো এ পৃথিবীতে এত মায়া লাগে
এত ভালবাসাবাসি, কেন মনে জাগে?
আবার বিরহ ঝড়ে, আখি ভিজে ভিজে
তোমার তুলনা তুমি নিজে ।
গভীর রজনী ভরা আকাশের তারা
কার প্রেমে জেগে জেগে হয় দিশেহারা?
তোমার প্রেমের ভার আর সহে না যে
তোমার তুলনা তুমি নিজে ।
কোনো ভাষা পাই না খুজে...
তোমার তুলনা তুমি নিজে ।
বেকারার প্রজাপতি গোলাপের মুখে,
কি করে দোলায় পাখা, বুক ভরা সুখে!
কোন সুখে এত সুখী,
বুঝে আসে না যে
তোমার তুলনা তুমি নিজে ।
সাজানো এ পৃথিবীতে এত মায়া লাগে
এত ভালবাসাবাসি, কেন মনে জাগে?
আবার বিরহ ঝড়ে, আখি ভিজে ভিজে
তোমার তুলনা তুমি নিজে ।
গভীর রজনী ভরা আকাশের তারা
কার প্রেমে জেগে জেগে হয় দিশেহারা?
তোমার প্রেমের ভার আর সহে না যে
তোমার তুলনা তুমি নিজে ।
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স