বাংলাদেশের মত এমনি আপন, পৃথিবীর নেই যে কোথাও - লিরিক্স

এখানে আপনাদের জন্য “বাংলাদেশের মত এমনি আপন, পৃথিবীর নেই যে কোথাও” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।

বাংলাদেশের মত এমনি আপন, পৃথিবীর নেই যে কোথাও - লিরিক্স

বাংলাদেশের মত এমনি আপন, পৃথিবীর নেই যে কোথাও - ইসলামী সঙ্গীত লিরিক্স

বাংলাদেশের মত এমনি আপন, পৃথিবীর নেই যে কোথাও
তুলির আঁচড়ে যেন আকা এই দেশ, সবুজ শ্যামলী এক গাও।
এখানে মেঠো পথে- বাউলের একতারা বাজে,
সোনালি ফসলের মৌ সুবাসে- কৃষকেরা ছুটে যায় কাজে।
নদীর বুক জুড়ে চলে- সারি সারি পাল তোলা নাও।
এখানে বাশের বনে- পাখিদের সুরেলা আসর,
গাছেরও ডালে বৈশাখ মাসে- পাখিরা গড়ে যে যে বাসর।
নদীর বুক জুড়ে চলে- সারি সারি পাল তোলা নাও।

আশা করি আপনারা  লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন