ডেটা ট্রান্সমিশন মোড কাকে বলে? | ডেটা ট্রান্সমিশন মোড কত প্রকার ও কি কি?- বিস্তারিত

ডেটা ট্রান্সমিশন মোড কাকে বলে? কত প্রকার ও কি কি?:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা ডেটা ট্রান্সমিশন মোড কাকে বলে? কত প্রকার ও কি কি? বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

ডেটা ট্রান্সমিশন মোড কাকে বলে? কত প্রকার ও কি কি?

ডেটা ট্রান্সমিশন মোড কাকে বলে?

ডেটা আদান-প্রদানের ব্যবস্থাকে ডেটা ট্রান্সমিশন মোড (Data Transmission mode) বলে। ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ডেটার দিক কী হবে অর্থাৎ ডেটা কোন দিক থেকে কোন দিকে যাবে তা খুবই গুরুত্বপূর্ণ। ডেটা কমিউনিকেশনের সময় ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়। ডেটা ট্রান্সমিশন মোডকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। এগুলো হলো:

ক. সিমপ্লেক্স (Simplex)

খ. হাফ-ডুপ্লেক্স (Half Duplex)

গ. ফুল-ডুপ্লেক্স (Full Duplex)

সিমপ্লেক্স

একমুখী ডেটা প্রবাহকে বলা হয় সিমপ্লেক্স মোড। এই ব্যবস্থায় যে প্রান্ত ডেটা প্রেরণ করবে সে প্রান্ত ডেটা গ্রহণ করতে পারবে না এবং গ্রহণ প্রান্ত ডেটা প্রেরণ করতে পারবে না। যেমন ক থেকে খ তে ডেটা প্রেরণ করা যাবে। কিন্তু খ থেকে ক তে ডেটা প্রেরণ করা যাবে না। উদাহরণঃ PABX সিস্টেম, রেডিও, টিভির সাধারণ অনুষ্ঠানমালা।


হাফ-ডুপ্লেক্স

এই ব্যবস্থায় উভয় দিক থেকে ডেটা প্রেরণের সুযোগ থাকে, তবে তা একই সময়ে সম্ভব নয়। যেকোনো প্রান্ত একই সময়ে কেবলমাত্র ডেটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে, কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সাথে করতে পারে না। উদাহরণঃ ওয়াকি-টকির মাধ্যমে যোগাযোগ।


ফুল-ডুপ্লেক্স

ফুল-ডুপ্লেক্স মোডে একই সময়ে উভয় দিক হতে ডেটা আদান-প্রদান ব্যবস্থা থাকে। যেকোনো প্রান্ত প্রয়োজনে ডেটা প্রেরণ করার সময় ডেটা গ্রহণ অথবা ডেটা গ্রহণের সময় ডেটা প্রেরণও করতে পারে। উদাহরণ- টেলিফোন, মোবাইল ফোন।


আশা করি ডেটা ট্রান্সমিশন মোড কাকে বলে? কত প্রকার ও কি কি?এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন