এখানে আপনাদের জন্য “বিকেলের সৈকতেঃ চাইবি কত বল ওরে মন” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
বিকেলের সৈকতেঃ চাইবি কত বল ওরে মন - ইসলামী সঙ্গীত লিরিক্স
আধ্যাত্মিক গান
চাইবি কত বল ওরে মন
চাইবি কত বল
চাওয়া কি তোর শেষ হবে না
সাধের জীবন হবে ফানা
অবশেষে সব হারাবি
ফেলবি চোখের জল।
গড়লি রে তুই ভূবন মাঝে
বিরাট রঙমহল
জায়গা জমি বেহিসাবি
টাকা কড়ির ধন
তবু কি তোর সাধ মিটে না
হোস বড় চঞ্চল।
জীবন প্রদীপ নিভে গেলে
করবি কি তখন
পরপারের কঠিন হিসাব
মিলবে না যখন
থাকতে সময় কররে জোগাড়
শেষ দিনের সম্বল
এই সম্বলই তরাইবে তোরে
পাইবি খুঁজে কূল
মজিস না দুনিয়ার মোহে
করিস না আর ভুল।
কথা ও সুর: আব্দুল ওয়াদুদ
চাইবি কত বল ওরে মন
চাইবি কত বল
চাওয়া কি তোর শেষ হবে না
সাধের জীবন হবে ফানা
অবশেষে সব হারাবি
ফেলবি চোখের জল।
গড়লি রে তুই ভূবন মাঝে
বিরাট রঙমহল
জায়গা জমি বেহিসাবি
টাকা কড়ির ধন
তবু কি তোর সাধ মিটে না
হোস বড় চঞ্চল।
জীবন প্রদীপ নিভে গেলে
করবি কি তখন
পরপারের কঠিন হিসাব
মিলবে না যখন
থাকতে সময় কররে জোগাড়
শেষ দিনের সম্বল
এই সম্বলই তরাইবে তোরে
পাইবি খুঁজে কূল
মজিস না দুনিয়ার মোহে
করিস না আর ভুল।
কথা ও সুর: আব্দুল ওয়াদুদ
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স