গণিত কাকে বলে? | গণিতের উৎপত্তি- বিস্তারিত

গণিত কাকে বলে? গণিতের উৎপত্তি:  আসসালামু আলাইকুম, আমি জানি আপনারা গণিত কাকে বলে? গণিতের উৎপত্তি বিষয়ে ধারণা নিতে অনলাইনে সার্চ করছেন। 

এখানে আপনি এই বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই।

গণিত কাকে বলে? গণিতের উৎপত্তি

গণিত কাকে বলে? গণিতের উৎপত্তি

সাধারণভাবে গণিত বলতে হিসাব-নিকাশ বিষয়টিকে বুঝায়। আর হিসাব-নিকাশ কথাটির সাথে সংখ্যা ও পরিমানের ধারণাটি চলে আসে। তাই, সংখ্যা ব্যবহার করে হিসাব-নিকাশের প্রক্রিয়াকে গণিত বলা যায়। গণিতের নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া একটু কঠিন। গ্রিক পণ্ডিত অ্যারিস্টোটলের মতে “গণিত হল পরিমাণের বিজ্ঞান”। আবার, জার্মান গণিতবিদ কার্ল ফ্রেডরিক গাউস এর মতে, “গণিত হল সকল বিজ্ঞানের রাণী”।


অতএব বলা যায়, বিজ্ঞানের যে শাখায় পরিমাণ, গঠন, স্থান এবং পরিবর্তন বিষয়গুলো নিয়ে গবেষণা করা হয় তাকেই গণিত বলে। আর গণিত নিয়ে যাঁরা গবেষণা করেন তাঁদেরকে গণিতবিদ বলে। গণিতের অন্যতম প্রধান একটি কাজ হলো পরিমাপযোগ্য রাশি ও সংখ্যার মধ্যে সম্পর্ক স্থাপন করা এবং তা বর্ণনা করা। 


গণিতের অন্তর্ভুক্ত বিশৃঙ্খল, এলোমেলো এবং অসাবধানতাবশত সমস্যাগুলোকে গণিতবিদগণ সুশৃঙ্খল ও সুবিন্যস্ত আকারে বর্ণনা এবং উপস্থাপন করার প্রক্রিয়া সার্বক্ষণিক খুঁজে বেড়ান এবং এসব সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায় তার জন্য প্রতিনিয়ত নতুন নতুন ধারণা প্রদান করেন এবং তা সমাধানের চেষ্টা করেন। গণিত সংশ্লিষ্ট তাদের এই নতুন নতুন ধারণা অবশেষে গাণিতিক যুক্তি বা প্রমাণ দ্বারা যাচাই করা হয়। 


গণিতের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, গণিতের এমন কিছু সমস্যা আছে যেগুলো সমাধান করতে গণিতবিদগণ বছরের পর বছর, যুগের পর যুগ সময় ব্যয় করে থাকেন। তাছাড়া এমন কিছু গাণিতিক সমস্যা রয়েছে যা গণিতবিদগণ আজও পর্যন্ত সমাধান করতে সক্ষম হননি।


গণিতের নিজস্ব একটি ভাষা আছে। এটি হলো গণিতের সার্বজনীন ভাষা। এ ভাষা ব্যবহার করে বিজ্ঞানীরা বা গণিতবিদগণ একে অপরের সাথে তাদের মতামত ও নতুন নতুন ধ্যান-ধারণা বিনিময় করে থাকেন।


গণিতের উৎপত্তি


গণিত শব্দটির ইংরেজি প্রতিশব্দ হল ‘Mathematics’ যা গ্রীক শব্দ ‘Mathein’ অথবা ‘Mathemata’ থেকে উদ্ভূত। গ্রীক ‘Mathein’ শব্দের অর্থ হল ‘শিক্ষা করা’ এবং ‘Mathemata’ শব্দের অর্থ হল ‘যে সব জিনিস শিক্ষা করা যায়’।


International Dictionary of Education-এ ‘Mathematics’ শব্দের অর্থ ‘science of magnitude and number’ বলে ব্যাখ্যা করা হয়েছে।
Oxford Dictionary-র মতে “গণিত হল স্থান, সংখ্যা ও পরিমাণ সম্পর্কিত বিজ্ঞান।”


বাংলায় ‘গণ’ ধাতুর সাথে ‘ইত’ প্রত্যয় যােগে গঠিত শব্দ হল গণিত। এদিক থেকে বলা যায়, ‘গণিত’ হল গণনাশাস্ত্র’।
গণিত শাস্ত্রের উৎপত্তি কোথায় এবং কবে থেকে শুরু তা একটি ঐতিহাসিক বিতর্কিত বিষয়। 


ঐতিহাসিকদের মধ্যে কেউ কেউ বলেন, গণিতের আদিভূমি মিশর। কেউ কেউ আবার ব্যবিলনকে এই আসনে বসান। আবার অনেক পন্ডিত গণিতশাস্ত্রের সূতিকাগৃহ হিসেবে ভারতবর্ষকে চিহ্নিত করেন। অবশ্য চীনের দাবীও এ সম্পর্কে থাকতে পারে সে কথাও কেউ কেউ উল্লেখ করেছেন।

আশা করি গণিত কাকে বলে? গণিতের উৎপত্তিএই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। যদি এই পোস্টটি থেকে কিছুটা উপকার হয়ে থাকে, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। "ধন্যবাদ"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন