জাগো জাগো হে মুসাফির - লিরিক্স

এখানে আপনাদের জন্য “জাগো জাগো হে মুসাফির” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।

জাগো জাগো হে মুসাফির - লিরিক্স

জাগো জাগো হে মুসাফির - ইসলামী সঙ্গীত লিরিক্স

জাগো, জাগো হে মুসাফির!
এই রবিউল আউয়ালে,
দীর্ণ হবে দুখের তিমির
এই রবিউল আউয়ালে।।
রাত্রি যাবে বিভীষিকার,
যাত্রি শোন দূর পথে
মুক্ত হবে কিরণ রবির
এই রবিউল আউয়ালে,
তাঁর আগমন হ’ল যিনি
রাহ্মাতুল্লিল আলামিন,
নেতা যিনি সকল নবীর;-
এই রবিউল আউয়ালে।।
জালিম যারা, শোষক যারা
মরণ বাণী আজ শোন,
দিন হ’ল শেষ জুলুম শাহীর
এই রবিউল আউয়ালে।।
ইনসাফ, হক, সাম্যবিধি
করতে কায়েম এক সাথে
আসলো জুতে আমীর ফকীর
এই রবিউল আউয়ালে।।
ইনসানিয়াৎ ওঠে জেগে,
জাহেলিয়াৎ যায় দূরে,
যুগ হ’ল শেষ খুন খারাবীর
এই রবিউল আউয়ালে।।
নতুন যুগের সূচনা এই,
জীর্ণ জ্বরা যায় ঝরে,
মুক্তি এল শিশুর, নারীর
এই রবিউল আউয়ালে।।
ধূলিতে আজ বেহেশত নামে,
নিখিল ধরায় আজ দেখি
মজলুমানের মিছিল খুশীর
এই রবিউল আউয়ালে।।
তামাম আলম, কুল মাখলুক
তাকায় নতুন আশ্বাসে
কা’বার পথে মত্ত অধীর
এই রবিউল আউয়ালে।।
ইনকিলাবের বার্তা এল
বিপর্যয়ের দিন শেষে,
তৌহিদী সুর কন্ঠে কবির
এই রবিউল আউয়ালে।।

-ফররুখ আহমেদ-

আশা করি আপনারা  লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন