এখানে আপনাদের জন্য “তপ্ত মরুর বুকে শীতল সমীরনে” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
তপ্ত মরুর বুকে শীতল সমীরনে - ইসলামী সঙ্গীত লিরিক্স
তপ্ত মরুর বুকে শীতল সমীরনে
আগমন হলো রাসুলের
যাহারী পরশতে শান্তি এলো যার
পরাজয় হলো বাতিলের।
জুলুমাত বদ্ধ মানুষ খুঁজে পেলো
আলোকিত শান্তির নীড়
শোষিত মানুষ পেলো সুখের ঠিকানা
কুলহারা মাঝি পেলো তীর।
মানবতার মাঝে জেগেছে আশা
ঐ হেরার আলো কোরানের।
ঐ আকাশে সুর্য জেগেছে
আধাঁর পরাভুত
মিথ্যার কালেমা মোচন করে আজ
সত্য সমাগত।
রাসুলের পদভারে জামিন সরে
কোন সে মায়াবী পথিক
সুরভী ছড়ায় ফুল
পাখির মিষ্টি সুর
পৃথিবীর দিক বিদিকে।
তামাম জাহান জুড়ে বইছে হাওয়া
ঐ আরবে রাসুল আমিনের।
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স