এখানে আপনাদের জন্য “গান লিখব বলে যখনই কলম ধরি হাতে” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
গান লিখব বলে যখনই কলম ধরি হাতে - ইসলামী সঙ্গীত লিরিক্স
গান লিখব বলে যখনই কলম ধরি হাতে,
তখনই তোমার ছবি ভেসে ওঠে মনের আয়নাতে ॥
খুঁজতে গিয়ে ভাষা, আশা আর নিরাশা
দোলায়িত হয় তনু মন,
তোমাকে পাবার আশা, হয় নাকি সবনাশা
এই ভয়ে কাঁপি সারাক্ষণ।
চাই না বেহেশত আমি, ওগো অন্তরযামী,
তোমার দীদার চাই শেষ দিনেতে।
যোগ্যতা নেই মোর, তোমার বন্দনার ওগো প্রভু দয়াময়,
তবু কেন বারবার, গানের পাখি আমার গেয়ে উঠে সহসায় ॥
হৃদয় কানন মাঝে, নিত্য সকাল সাঁঝে
বাজে তোমার প্রেমের সানাই,
তোমার তরে আমার, ফুল ফোটা সরোবর
নিত্য যে সুবাস ছড়ায় ॥
চাই না যশ ও খ্যাতি, দাও মোরে সুমতি
তোমার পথেই চাই বিলীন হতে।
তখনই তোমার ছবি ভেসে ওঠে মনের আয়নাতে ॥
খুঁজতে গিয়ে ভাষা, আশা আর নিরাশা
দোলায়িত হয় তনু মন,
তোমাকে পাবার আশা, হয় নাকি সবনাশা
এই ভয়ে কাঁপি সারাক্ষণ।
চাই না বেহেশত আমি, ওগো অন্তরযামী,
তোমার দীদার চাই শেষ দিনেতে।
যোগ্যতা নেই মোর, তোমার বন্দনার ওগো প্রভু দয়াময়,
তবু কেন বারবার, গানের পাখি আমার গেয়ে উঠে সহসায় ॥
হৃদয় কানন মাঝে, নিত্য সকাল সাঁঝে
বাজে তোমার প্রেমের সানাই,
তোমার তরে আমার, ফুল ফোটা সরোবর
নিত্য যে সুবাস ছড়ায় ॥
চাই না যশ ও খ্যাতি, দাও মোরে সুমতি
তোমার পথেই চাই বিলীন হতে।
কথাঃ আব্দুস শাকুর তুহিন
সুরঃ ইউসুফ বকুল
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স