এখানে আপনাদের জন্য “দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল - ইসলামী সঙ্গীত লিরিক্স
দাও খোদা দাও আমায় আবার
উমর দারাজ দিল
দাও আলীর মত বীর সেনানী
জাগাতে এই নিখিল
হামজাকে দাও ঘরে ঘরে
জীবন দিতে অকাতরে
আমার কা’বা ভাংতে এলে পাঠাও আবাবিল।
দাও খোদা দাও আমায় আবার
উমর দারাজ দিল
সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা
তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা।
আবার পাঠাও আবু বকর
ফেতনা ফ্যাসাদ আসুক সমর
অনড় অটল পাহাড়সম দাও সেই মনের মিল।
দাও খোদা দাও আমায় আবার
উমর দারাজ দিল
উমর দারাজ দিল
দাও আলীর মত বীর সেনানী
জাগাতে এই নিখিল
হামজাকে দাও ঘরে ঘরে
জীবন দিতে অকাতরে
আমার কা’বা ভাংতে এলে পাঠাও আবাবিল।
দাও খোদা দাও আমায় আবার
উমর দারাজ দিল
সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা
তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা।
আবার পাঠাও আবু বকর
ফেতনা ফ্যাসাদ আসুক সমর
অনড় অটল পাহাড়সম দাও সেই মনের মিল।
দাও খোদা দাও আমায় আবার
উমর দারাজ দিল
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স