আসসালামুয়ালাইকুম,আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা এখানে আপনাদের পছন্দের “সত্য কথা বলার মত কজন আছো বল” এর লিরিক্স দেওয়া হলো।
সত্য কথা বলার মত কজন আছো বল - ইসলামী সঙ্গীত লিরিক্স
সত্য কথা বলার মত কজন আছো বল।
সত্য পথে চলার মত কজন আছো চল।
কথায় কথায় বাহাদুরী
হর হামেশা ছলচাতুরী।
এসব যারা করে তারা
কাকে করে ফলো।
আমরা জানি মোটেও তারা ভাল মানুষ নয়
ফালতু কাজে সময় যারা করে অপচয়
এর কাছে যায় ওর কাছে যায়
ঝগড়া বিবাদ ধন্ধ বাদায়।
তাদের যত ভালো আমল
নষ্ট সবি হল, কি লাভ ওদের বল?
সত্য কথা বলার মত কজন আছো বল।
সত্য পথে চলার মত কজন আছো চল।
সত্য পথে চলার সাহস কজন রাখো বল
তোমরা আমায় বল।
কথা ও সুর: খাদিজা আকতার রেজায়ী
কন্ঠ: জান্নাতুল ফেরদাউস
সত্য পথে চলার মত কজন আছো চল।
কথায় কথায় বাহাদুরী
হর হামেশা ছলচাতুরী।
এসব যারা করে তারা
কাকে করে ফলো।
আমরা জানি মোটেও তারা ভাল মানুষ নয়
ফালতু কাজে সময় যারা করে অপচয়
এর কাছে যায় ওর কাছে যায়
ঝগড়া বিবাদ ধন্ধ বাদায়।
তাদের যত ভালো আমল
নষ্ট সবি হল, কি লাভ ওদের বল?
সত্য কথা বলার মত কজন আছো বল।
সত্য পথে চলার মত কজন আছো চল।
সত্য পথে চলার সাহস কজন রাখো বল
তোমরা আমায় বল।
কথা ও সুর: খাদিজা আকতার রেজায়ী
কন্ঠ: জান্নাতুল ফেরদাউস
আশা করি আপনারা আপনাদের প্রিয় “সত্য কথা বলার মত কজন আছো বল” লিরিক্স পেরেছেন। যদি এরকম আরো সুন্দর সুন্দর লিরিক্স পেতে চান তবে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন। ধন্যবাদ।
Tags:
লিরিক্স