এখানে আপনাদের জন্য “ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ পরাজয় কভু মানবোনা” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
ঝংকার- মতিউর রহমান মল্লিকঃ পরাজয় কভু মানবোনা - ইসলামী সঙ্গীত লিরিক্স
পরাজয় কভু মানবোনা তাই
শপথ করেছি ভাই
ভ্রুক্ষেফীন দুঃসাহসের নির্দেশ যেন পাই।।
স্বর্ণ ঈগল বিমুক্ত পাখা মেলে
আজাদীর গান লিখে যান নভনীলে
ঝড়ের সড়কে সংকটে
শংকাতো তার নাই।
নিকষ আঁধারে বিজয়ের বীজ
সুতরুণ সূর্য
যুদ্ধের মাঠে উত্তাল ঢেউ
গম্ভীর তূর্য।
মরু বিয়াবানে মরু সাইমুম ঝড়
ডাকে অশান্ত সাহারার অন্তর
খাকের ঝান্ডা উড়ায়ে গগনে
ছুড়ে মারে উল্কাই।।
শপথ করেছি ভাই
ভ্রুক্ষেফীন দুঃসাহসের নির্দেশ যেন পাই।।
স্বর্ণ ঈগল বিমুক্ত পাখা মেলে
আজাদীর গান লিখে যান নভনীলে
ঝড়ের সড়কে সংকটে
শংকাতো তার নাই।
নিকষ আঁধারে বিজয়ের বীজ
সুতরুণ সূর্য
যুদ্ধের মাঠে উত্তাল ঢেউ
গম্ভীর তূর্য।
মরু বিয়াবানে মরু সাইমুম ঝড়
ডাকে অশান্ত সাহারার অন্তর
খাকের ঝান্ডা উড়ায়ে গগনে
ছুড়ে মারে উল্কাই।।
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স