এখানে আপনাদের জন্য “তোমার আগমনে ত্রিভুবনে ত্রিভুবনে পড়ল সাড়া” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
তোমার আগমনে ত্রিভুবনে ত্রিভুবনে পড়ল সাড়া - ইসলামী সঙ্গীত লিরিক্স
তোমার আগমনে ত্রিভুবনে ত্রিভুবনে পড়ল সাড়া,
তোমার পরশ পেয়ে উঠল জেগে ঘুমের পাড়া।
তুমি আল আরাবী বিশ্বনাবী।
কোরআনের মশাল জ্বেলে দূর করিলে তুমি অন্ধকার,
মজলুম মানবতার অধরে দিলে হাসির নহর।
তুমি হাবিবাল্লাাহ রাসূলাল্ল্লাহ।
ছড়ালে তুমি বিশ্ব জাহানে শান্তি সুখের অমীয়ধারা।
তোমারি নামটি ধরে ঐ আকাশে পাখি গান গেয়ে যায়,
তোমাতে খুশি হয়ে আল্ল্লাহ তায়ালা সালাম পাঠায়।
তুমি কামলিওয়ালা সাল্লেয়ালা।
তোমার তরে দরুদ পড়ে জিন পরী আর ফেরেস-ারা।
কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন
তোমার পরশ পেয়ে উঠল জেগে ঘুমের পাড়া।
তুমি আল আরাবী বিশ্বনাবী।
কোরআনের মশাল জ্বেলে দূর করিলে তুমি অন্ধকার,
মজলুম মানবতার অধরে দিলে হাসির নহর।
তুমি হাবিবাল্লাাহ রাসূলাল্ল্লাহ।
ছড়ালে তুমি বিশ্ব জাহানে শান্তি সুখের অমীয়ধারা।
তোমারি নামটি ধরে ঐ আকাশে পাখি গান গেয়ে যায়,
তোমাতে খুশি হয়ে আল্ল্লাহ তায়ালা সালাম পাঠায়।
তুমি কামলিওয়ালা সাল্লেয়ালা।
তোমার তরে দরুদ পড়ে জিন পরী আর ফেরেস-ারা।
কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স