এখানে আপনাদের জন্য “দেখ মানবতা করে হাহাকার” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
দেখ মানবতা করে হাহাকার - ইসলামী সঙ্গীত লিরিক্স
দেখ মানবতা করে হাহাকার
অনেক রাত্রি শেষে একটু প্রভাত চাই
রুদ্ধ শ্বাসের পর শান্তির স্বাদ চাই
ডানা ভেঙ্গে পড়ে আছে শান্তির শ্বেত কবুতর
দেখ মানবতা করে হাহাকার।।
লাখো মানুষের ঐ তীব্র আর্তনাদে
একটু শান্তি চাই মানবতা শুধু কাঁদে
কোথাও শান্তি নাই কোথাও মুক্তি নাই
দানা ভেঙ্গে পড়ে আছে শ্বেত কবুতর।
সত্যের সন্ধানে মানুষের শত মত
এ পথ সে পথ ঘুরে পায়না সঠিক পথ
খোদাহীনতার পথে শান্তির পথ নাই
কোরানের এ পথটি তাদের সবার কাছে
বলো কে আছে পৌঁছে দেবার।।
শত নারী পুরুষের বেদনার হাহাকারে
খোদার আরশ আজ কাঁপে থর থর করে
তোমরা মুমীন ভাই খোদার কৈফিয়তে
তোমরা কি দেবে জবাব তার।।
-খন্দকার রাশিদুল হাসান-
অনেক রাত্রি শেষে একটু প্রভাত চাই
রুদ্ধ শ্বাসের পর শান্তির স্বাদ চাই
ডানা ভেঙ্গে পড়ে আছে শান্তির শ্বেত কবুতর
দেখ মানবতা করে হাহাকার।।
লাখো মানুষের ঐ তীব্র আর্তনাদে
একটু শান্তি চাই মানবতা শুধু কাঁদে
কোথাও শান্তি নাই কোথাও মুক্তি নাই
দানা ভেঙ্গে পড়ে আছে শ্বেত কবুতর।
সত্যের সন্ধানে মানুষের শত মত
এ পথ সে পথ ঘুরে পায়না সঠিক পথ
খোদাহীনতার পথে শান্তির পথ নাই
কোরানের এ পথটি তাদের সবার কাছে
বলো কে আছে পৌঁছে দেবার।।
শত নারী পুরুষের বেদনার হাহাকারে
খোদার আরশ আজ কাঁপে থর থর করে
তোমরা মুমীন ভাই খোদার কৈফিয়তে
তোমরা কি দেবে জবাব তার।।
-খন্দকার রাশিদুল হাসান-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স