এখানে আপনাদের জন্য “রাসুল তুমি আল্লাহ পাকের” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
রাসুল তুমি আল্লাহ পাকের - ইসলামী সঙ্গীত লিরিক্স
রাসুল তুমি আল্লাহ পাকের
-মুহাম্মাদুর রাসুলুল্লাহ।
নবী তুমি সর্ব শেষের
-মুহাম্মাদুর রাসুলুল্লাহ।।
নবুয়তের আগে ছিলে তুমি ‘সাদেক’, ‘আল আমীন’
রাসুল রূপে এলে ধরায় রাহমাতুল্লিল আলামীন,
খাতামুন নাবীয়ীন তুমি, সাইয়্যেদুল মুরসালীন,
তোমার উপর দরূদ পড়ে তামাম আলম, ফেরেশতা, জ্বিন,
বুলবুলি গায় দুই জাহানের
-মুহাম্মাদুর রাসুলুল্লাহ।
আল্লাহ আহাদ স্রষ্টা তোমার, হে উসওয়াতুন হাসানা!
আহমদ নাম টমার তরে মখলুকে যার নাই তুলনা,
জাগিয়ে দিলে বিশ্ব ধরায় তৌহিদেরি এ মূর্ছনা,
নিখিল মানব ভাগ্য থেকে কাটলে আঁধার বিড়ম্বনা,
ভাষ্য তুমি আল কুরানের
-মুহাম্মাদুর রাসুলুল্লাহ!
তোমার রাহা নিল যারা,- সত্য, প্রেম ও ন্যায় বিচার,
সাচ্চা মুমিন তা’রাই জানি, তারাই কাঁটি ঈমান্দার।
তোমার অনুগামী যারা, তা’রাই শুধু পায় সুপথ,
দুই জাহানে কামিয়াবি;-পায় আল্লাহির মুহাব্বত;
প্রানের চেয়ে প্রিয় যাদের
-মুহাম্মাদুর রাসুলুল্লাহ।
-ফররুখ আহমেদ-
-মুহাম্মাদুর রাসুলুল্লাহ।
নবী তুমি সর্ব শেষের
-মুহাম্মাদুর রাসুলুল্লাহ।।
নবুয়তের আগে ছিলে তুমি ‘সাদেক’, ‘আল আমীন’
রাসুল রূপে এলে ধরায় রাহমাতুল্লিল আলামীন,
খাতামুন নাবীয়ীন তুমি, সাইয়্যেদুল মুরসালীন,
তোমার উপর দরূদ পড়ে তামাম আলম, ফেরেশতা, জ্বিন,
বুলবুলি গায় দুই জাহানের
-মুহাম্মাদুর রাসুলুল্লাহ।
আল্লাহ আহাদ স্রষ্টা তোমার, হে উসওয়াতুন হাসানা!
আহমদ নাম টমার তরে মখলুকে যার নাই তুলনা,
জাগিয়ে দিলে বিশ্ব ধরায় তৌহিদেরি এ মূর্ছনা,
নিখিল মানব ভাগ্য থেকে কাটলে আঁধার বিড়ম্বনা,
ভাষ্য তুমি আল কুরানের
-মুহাম্মাদুর রাসুলুল্লাহ!
তোমার রাহা নিল যারা,- সত্য, প্রেম ও ন্যায় বিচার,
সাচ্চা মুমিন তা’রাই জানি, তারাই কাঁটি ঈমান্দার।
তোমার অনুগামী যারা, তা’রাই শুধু পায় সুপথ,
দুই জাহানে কামিয়াবি;-পায় আল্লাহির মুহাব্বত;
প্রানের চেয়ে প্রিয় যাদের
-মুহাম্মাদুর রাসুলুল্লাহ।
-ফররুখ আহমেদ-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স