এখানে আপনাদের জন্য “এইতো সে দেশ সাঁঝের বেলায় যেথা” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
এইতো সে দেশ সাঁঝের বেলায় যেথা - ইসলামী সঙ্গীত লিরিক্স
এইতো সে দেশ সাঁঝের বেলায় যেথা
ভেসে আসে দূর হতে ভাটিয়ালী সুর
পাখিরা যায় ফিরে
ডানা মেলে নীড়ে
আজান আসে ধীরে আহা মধুর।
এখানে পাখীগুলো যায় বয়ে যায়
নিঝুম চরাচরে
সাগর তীরে তীরে
হৃদয় যায় উড়ে- দূর বহুদুর।।
সবুজ সমারোহে যায় ভরে প্রান
হৃদয় জুড়ে ওঠে আমার প্রভূর গান
প্রভুর সৃষ্টিতে
রহম বৃষ্টিতে
ধরণী নিয়ামতে হলো ভরপুর।।
-আব্দুল হালিম চৌধুরী-
ভেসে আসে দূর হতে ভাটিয়ালী সুর
পাখিরা যায় ফিরে
ডানা মেলে নীড়ে
আজান আসে ধীরে আহা মধুর।
এখানে পাখীগুলো যায় বয়ে যায়
নিঝুম চরাচরে
সাগর তীরে তীরে
হৃদয় যায় উড়ে- দূর বহুদুর।।
সবুজ সমারোহে যায় ভরে প্রান
হৃদয় জুড়ে ওঠে আমার প্রভূর গান
প্রভুর সৃষ্টিতে
রহম বৃষ্টিতে
ধরণী নিয়ামতে হলো ভরপুর।।
-আব্দুল হালিম চৌধুরী-
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স