এখানে আপনাদের জন্য “কতটা রাত কেটেছে, কতটা দিন কেটেছে” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
কতটা রাত কেটেছে, কতটা দিন কেটেছে - ইসলামী সঙ্গীত লিরিক্স
কতটা রাত কেটেছে, কতটা দিন কেটেছে
অবহেলায়-অবহেলায়-
ধরবে তুমি জানি শেষ দিনেতে
প্রতিটি মূহুর্তের হিসেব নিতে
কি জবাব দেব, নাই জবাব নাই।
রাত কেটেছে আলস্যে ঘুমিয়ে ঘুমিয়ে,
সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে সন্ধ্যা এলো ঘনিয়ে।
তোমাকে ডাকা হয়নি তোমাকে স্মরণ করা হয়নি
জানি না কেন যে হায়।
অলিমান্ খফা মা ক্বমা রব্বিহি জান্নাতান।
তোমার ভয়ে ভীত হয়ে হয়েছি নত,
আমার যত ভুল, দাও না করে ফুল ক্ষমা কর পাপ যত।
তোমার রহম থেকে হইনি আমি নিরাশ
তুমি রহিম, তুমি রহমান
আশাবাদী আমি তাই।
কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন।
অবহেলায়-অবহেলায়-
ধরবে তুমি জানি শেষ দিনেতে
প্রতিটি মূহুর্তের হিসেব নিতে
কি জবাব দেব, নাই জবাব নাই।
রাত কেটেছে আলস্যে ঘুমিয়ে ঘুমিয়ে,
সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে সন্ধ্যা এলো ঘনিয়ে।
তোমাকে ডাকা হয়নি তোমাকে স্মরণ করা হয়নি
জানি না কেন যে হায়।
অলিমান্ খফা মা ক্বমা রব্বিহি জান্নাতান।
তোমার ভয়ে ভীত হয়ে হয়েছি নত,
আমার যত ভুল, দাও না করে ফুল ক্ষমা কর পাপ যত।
তোমার রহম থেকে হইনি আমি নিরাশ
তুমি রহিম, তুমি রহমান
আশাবাদী আমি তাই।
কথা ও সুরঃ আব্দুস শাকুর তুহিন।
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স