এখানে আপনাদের জন্য “সোনালী সে দিন কবে খুলবে দুয়ার” এর লিরিক্স দেওয়া হলো। নিচের দিকে খেয়াল করুন।
সোনালী সে দিন কবে খুলবে দুয়ার - ইসলামী সঙ্গীত লিরিক্স
সোনালী সে দিন কবে খুলবে দুয়ার
ব্যাথিত মানুষের চোখের পানি
নীরবে নিভৃতে ঝরবে না আর
ক্ষুধার্ত লোকেরা খাবার পাবে
মজলুম অসহায় বিচার পাবে
বঞ্চিত ঘরহীন পাবে আশ্রয়
বুক থেকে নেমে যাবে কষ্টের ভার
পবিত্র আলোতে ভরবে উঠোন
হিংসা ক্রোধ হবে বন্ধ
মানুষ মানুষ হবে মধুর স্বজন
ছুটবে মৃগনাভী গন্ধ
উপকারী মানুষের মনের আভায়
দেশ ভরে উঠবে সবুজ রাঙায়
ইনসাফ আদলের সজীব ধারায়
দূর হয়ে যাবে সকল আধার
আশা করি আপনারা লিরিক্স পেরেছেন। যদি পেয়ে থাকে তাহলে আমাদের সাইট এর আরো পোস্ট ভিসিট করুন।
Tags:
লিরিক্স